যৌবনের কবিতা

অন্তহীন আধারে চোরা গলি বলে কিছু নেই
অস্পষ্ট আর নির্জনতা বিষন্নতাকে দূরে ঠেলে দেয়,
বাঁচার ইচ্ছে যখন ভেতরে ভর করে
তখন সামান্য ফরিংয়ের আহত ওড়ার স্বপ্নকেও
মনে হতে পারে ডাইনোসরের বৃহৎ থাবার শব্দের মত
জীবন তীব্রতর গতির প্রতিশব্দ,
আধার আর আলো সেই প্রতিশব্দের শুদ্ধ উচ্চারণ,
যারা চোরাবালি আর চোরাগলির ভয়ে বার বার স্তুম্ভিত হয়
তারা বহুবার আধারে নিমজ্জিত হয়….হতেই থাকে,
ফড়িং সুযোগ নিয়ে তার ক্ষমতাকে ডাইনোসরের থাবা সমান্তরাল করে
আর আধারে নিমজ্জিত মানুষগুলো তখন
বিস্ময়কর সত্যের সমান্তরালে ছোট্ট হৃদ স্পন্দনের অধিকারি !
সত্যিকারার্থে একে বাঁচা বলে না
বলা যেতে পারে ইটের মত অথর্ব জড় পদর্থের
অন্যের ইচ্ছেয় প্রস্থানের মত…
বাঁচা হল তাই- যা শেখায় নিজেকে নিজের মত চালানোর
আধারকে সজ্ঞায়িত করে উদ্যোমের
আর প্রতিবন্ধকতাকে জয় করা
যা ভাবতে শেখায় তা প্রতিধ্বণি যৌবনের…

1 Comment

4 thoughts on “যৌবনের কবিতা

  1. জীবন তীব্রতর গতির প্রতিশব্দ,
    আধার আর আলো সেই প্রতিশব্দের শুদ্ধ উচ্চারণ।

    আপনার লিখন কৌশল আমার কাছে বেশ লাগে। অভিনন্দন মি. সাইদ। :)

  2. প্রতিবন্ধকতার জয় ই হবে যৌবনের প্রতিধ্বণি। ঠিক বলেছেন কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।