সহযোদ্ধা

সে যখন বিপদটা আঁচ করতে পেরেছিল,
ইঙ্গিতটা আমাদের দিয়েছিল সাথেসাথেই।
আমি যখন আহত হয়ে পড়ে ছিলাম, আমাকে
রিকশায় করে হাসপাতালে নিয়ে গিয়েছিল সে।
সে যখন আঘাতে অচেতন হয়ে পড়েছিল,
যন্ত্রনায় ছটফট করেছিলাম আমি।
আমার আঙুল থেঁতলে নীল হয়ে গেল যখন,
চিৎকার করে কেঁদেছিল সে।

তার অর্থকষ্ট নিয়ে দুশ্চিন্তা করতাম আমি,
আমার নিরাপদে বাসায় ফেরা নিয়ে সে।
আমার খাবার তারসাথে ভাগাভাগি করেছি,
সেও তার রক্ত আমাকে দিয়েছে, আহত হবার পর।
তাড়া খেয়ে পালিয়েছিলাম এক সাথেই,
ধরা পরা, জেল এমনকি মুক্তিও একই সাথে।

বিজয়ের খবরে যখন আমি উল্লাস করেছিলাম,
আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল সে।
যখন আমাকে সুখী জীবনে দেখলো, তৃপ্তির হাসি হাসলো সে।
একই আত্মা, একই মন কিন্তু শরীর আমাদের অনেকগুলো।
এইতো সহযোদ্ধা।

১৫-১১-২০১৮

10 thoughts on “সহযোদ্ধা

  1. একই আত্মা, একই মন কিন্তু শরীর আমাদের অনেকগুলো।
    এইতো সহযোদ্ধা। একেই বলে সহযোদ্ধা। ___ ভালো ব্যবচ্ছেদ ঘটিয়েছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. সহযোদ্ধা আমিও তাকেই বলতে চাই, যিনি প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু। 

    1. ১০০% সহমত সুমন ভাই। আমি শুধু একটা জিনিস খেয়াল করি। শুভাকাঙ্ক্ষী কিনা?  নাহলে বাদ, টাইম পাসের জন্য ইউটিউব ফেসবুকই ভালো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. বিপদে যে পাশে থাকে না সে বন্ধু নয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. সহমত সৌমিত্র দাদা, যে আমার শুভাকাঙ্ক্ষী না।। তাকে আমি প্রথমেই লাল সালাম জানিয়ে দেই। এতো বন্ধু দরকার নাই। cheeky

  4. জীবনে প্রকৃত বন্ধু বা সহযোদ্ধা একান্তই প্রয়োজন। বন্ধু ছাড়া যাপিত জীবন অসম্পূর্ণ। 

    1. রিয়া দেবী,

      আমার আছে দুইটা শব্দ। শুভাকাঙ্ক্ষী অথবা না। বেহুদা মানুষ না থাকাই ভালো জীবনে

    1. আমার উপলব্ধি সব সময়ই ভালো সন্ন্যাসিনী https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।