অণুকাব্য -২

১.
অশেষ খ্যাতির মুকুট,
থাকে যেন প্রভু মাথায়।
মহান প্রভু, তুমিই হয়ো
এর তরে একমাত্র সহায়।

২.
চলার পথে সত্যই বর্ম,
নেক কর্মই মূল কর্ম।
নেক কর্মই প্রকৃত কীর্তি,
নেক কর্মেই সুখ্যাতি।

চলবে………

7 thoughts on “অণুকাব্য -২

  1. “চলার পথে সত্যই বর্ম, নেক কর্মই মূল কর্ম।
    নেক কর্মই প্রকৃত কীর্তি, নেক কর্মেই সুখ্যাতি।”

    পরম করুণাময় আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী।
    ফেসবুকের ইনবক্সে আমার মোবাইল নাম্বার দেয়া হলো বন্ধু। :)

  2. সালাম নিন আঙ্কেল।

    নেক কর্ম করে আমরা হতে চাই সুখী।

    1. আলহামদুলিল্লাহ। আঙ্কেল আসসালামুআলায়কুম।

মন্তব্য প্রধান বন্ধ আছে।