বিচিত্র ধরণী ও মানুষের মূর্খতা
অরণ্য ভরেছে অসংখ্য ফুলে ফুলে,
অপূর্ব বাতাসে খেলে হেলে দুলে!
মহান প্রভু! মানুষের তরে সদা খেলে!
অরণ্য ভরেছে অসংখ্য ফুলে ফুলে!
বন মেতেছে আহা! বিচিত্র রুপ লয়ে!
প্রভুর দয়ায়, কত আনন্দ হৃদয়ে হৃদয়ে!
ফুল শোভা-সুগন্ধ ছড়ায় কত নির্ভয়ে!
বন মেতেছে আহা! বিচিত্র রুপ লয়ে!
কানন ভরেছে ঐ কত মুকুলে মুকুলে!
নদ-নদী ছুটে চলেছে কুল ঝেঁপে জলে!
ফুল শোভা-সুগন্ধ ছড়ায় কত নির্ভয়ে!
বন মেতেছে আহা! বিচিত্র রুপ লয়ে!
প্রকৃতির মাঝে কত শত দেখ বর্ণচ্ছটা!
অনিমেষ চেয়েও ভরে না! আঁখি দু’টা!
বন মেতেছে আহা! বিচিত্র রুপ লয়ে!
প্রভুর দয়ায়, কত আনন্দ হৃদয়ে হৃদয়ে!
প্রকৃতিকে প্রভু ভরেছেন রুপ-রস-গন্ধে-
নানা বর্ণে, শ্রেষ্ঠ ঐ মানুষেরই তরে!
মানুষ রেখেছে কেন? পুষে নীচুতা
অন্তরে অন্তরে তাও অতি যত্ন করে?
চলবে………..
‘প্রকৃতির মাঝে কত শত দেখ বর্ণচ্ছটা!
অনিমেষ চেয়েও ভরো না! আঁখি দু’টা!
বন মেতেছে আহা! বিচিত্র রুপ লয়ে!
প্রভুর দয়ায়, কত আনন্দ হৃদয়ে হৃদয়ে!’
___ আমার গৃহবনও মেতেছে বিচিত্র রুপ লয়ে। সালাম জেনো বন্ধু।
বন্ধু তোমাকে সালাম।
ছন্দমিল ভালো হয়েছে।
আসসালামু আলায়কুম। ধন্যবাদ।