সুবচন

১.
অন্যের কান কথা,
কখনই শোনা যাবে না তা।
২.
কখনোই করা যাবে না
অনিহা এবাদতে, প্রভু
আপনি নিন সৎ পথে।
৩.
অহংকার নিয়ন্ত্রিত থাকে,
এমন কাজ করে যেন লোকে।
৪.
অনর্থক কথাবার্তা থেকে,
নীরব থাকে যেন লোকে।
৫.
দ্বীনের উপকার নেই,
এমন কথা বলে লাভ নেই।
৬.
অহেতুক কথা বার্তায়,
জানবেন গুনহা হয়।
চলবে……….

9 thoughts on “সুবচন

  1. সুবচন কহেন গুণীজন। … বন্ধু শাফি উদ্দীন তোমার মেধা শক্তির জয় হোক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ভালো লাগে আঙ্কেল আপনার ছোট ছোট বচনগুলো

    1. আঙ্কেল, আসসালামু আলায়কুম।দোয়া করি মহান আল্লাহ যেন সকলকে ভালো রাখেন।

  3. একটা নাটকের নাম মনে পড়লো আপনার লেখা থেকে “সুবচন নির্বাসনে” ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।