অটোমান সাম্রাজ্যের সসবচেয়ে শীর্ষস্থানীয় ও শক্তিমান শাসক সুলতান সোলেমান, হুররাম সুলতান শাহাজাদা মোস্তফা ও আরও পাঁচ শাহাজাদার চারজনের করুন ও শেষ পরিনতী ।
প্রাচীন ইতিহাসের নথি থেকে জানা যায় হুররাম সুলতানের অভিযোগমুলক প্ররোচনায় উজিরে আযম ইব্রাহীম পাশাকে অমানবীকভাবে প্রানদন্ড দেয়া হয়।
এরপর ক্ষমতার লোভে বলি হয়ে মিথ্যা অভিযোগে অভিযুক্ত শাহাজাদা মোস্তফাকেও সুলতান সুলেমান তার বিশ্বস্ত জল্লাদের দ্বারা চোখের সামনে হত্যা করে।
পরবর্তীতে সোলেমান জানতে পারেন যে মোস্তফা নির্দোষ। এর পেছনে তাঁর মেয়ে জামাই এর হাত আছে। অঅবশেষে উজিরে আযমের পদ থেকে তাকে স্রেফ ববরখাস্ত করেন। এখানেও হুররাম সুলতান সুলতান বেঁচে যান। প্রাসাদষরযন্ত্রে সবকটাতে জয়ী ও একচ্ছ ক্ষমতাধর হয়ে উঠেন হুররাম সুলতান।
পরবর্তীতে হুররাম সুলতানের পাঁচ শাহাজাদার মধ্যে একসময় ক্ষমতার দ্বন্ধ দেখা দিলে অবশেষে চার সন্তানইই ভাই ভায়ের শত্রুতায় হত্যার স্বীকার হয়।
অবশেষে ক্ষমতার একচ্ছ অধিপতি হোন সেলিম। এই শোকেই হুররাম সুলতানের মৃত্যু হয়। পরবর্তীতে সুলতান নিজেও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাহি দেবরানের পুত্র মোস্তফাকে যখন হত্যা করা হয় তখন মাহি দেবরান প্রাসাদের তাঁর অবস্থান হারান। ও প্রাসাদ থেকে বেড় করে দেন।
পরে দীর্ঘকাল শহরের বিভিন্ন বাড়িতে থাকতে থাকতে একদিন তার সৎ ছেলে জানতে পারেন যে শাহাজাদা মোস্তফার মা তার প্রিয় বড় ভাই (সৎ) এর মা মানবেতর জীবন যাপন করে।
তখন তাকে কিছু ভাতার ব্যবস্থা করা হয়। এভাবেই অটোমান সাম্রাজ্যের দীর্ঘকালের শাসন ব্যবস্থা তুলে ধরা হয়েছে। এবং সুলতান সোলেমান অটোমান সাম্রার্জের একজন দীর্ঘস্থায়ী শাসক ছিলেন।
অটোমান সাম্রাজ্য সম্পর্কে জানা হলো। সুন্দর আলোচনায় মুগ্ধ!
ভালো থাকুন।
অটোমান সাম্রাজ্য সম্পর্কে জানা
হলো।
খুব সুন্দর ভাবে আলোচনায় তুলেছেন।।মুগ্ধতা রইল।
আলোকিত বিষয়টির ইতিহাস জানা ছিলো না। সংক্ষিপ্ত আকারে হলেও জানলাম।
শেয়ার করার জন্য ধন্যবাদ প্রিয় শামীম।
অনেক ধন্যবাদ মামুন ভাই
সংক্ষীপ্ত আকারে পোষ্ট করা লিখাটি
আপনার ভালো লাগার জন্য।
শুভকামনা জানাচ্ছি।
আপনাদের ভালো লাগা মুগ্ধতা প্রকাশ করা। লেখাকে আরোও গতিশীলও বেগবান করে। ভালো থাকবেন সবসম।।
থ্যাংস আয়নাল ভাই
আপনাদের ভালো লাগা মুগ্ধতা প্রকাশ করা। লেখাকে আরোও গতিশীলও বেগবান করে। ভালো থাকবেন সবসম।।
আমি প্রথম সিজন সবই দেখেছি। এখন মাঝে মাঝে মাঝ থেকে হঠাৎ দেখি। তবে সত্যি-ই তারা ইতিহাসকে প্রামাণ্য চিত্রের মাধ্যেমে তুলে ধরছেন। আপনাকে অনেক ধন্যবাদ মি. শামিম বখতিয়ার।
ধন্যবাদ প্রিয় জামান ভাইয়া।
যৎসামান্যই বলা আরোও অনেক ঘটনার মধ্যদিয়ে এগিয়ে গেছে এই ইতিহাস।
গদ্য বা সমকালীন আলোচনা বিষয়ক লিখা চাই শামীম।
থ্যাঙ্কু আপনাকে মি.সাইদুর রহমা।। best wishes for you.
ইতিহাস জানলাম। ধন্যবাদ।
ধন্যবাদ মালেক ভাই।
ভালো থাকবেন।
ঠিক আছে ভাইয়া সমকালীন লিখাই পোষ্ট করবো।
শুভকামনা আপনাকে।
ঠিক আছে জামান ভাইয়া সমকালীন লিখাই পোষ্ট করবো।
শুভকামনা আপনাকে।
ষড়যন্ত্র – সব দেশে সব কালে ক্ষমতার এই লোভ – মানুষকে অমানুষ করে দেয় ।
অথচ ক্ষমতায় অধিষ্ঠিত হবার পরেও তাকে নিজেকেও সারাক্ষন জীবনের জন্য ,সিংহাসনের জন্য উদ্বিগ্ন থাকতে হয় । এবং একসময় ভবলীলা সাংগ করতে হয় ।