” একটা ছায়া ক্লান্ত হয়ে অপর ছায়ার উপর থেকে নেমে আসে। বাউরি বাতাসে উষ্ণতা পাক খেতে খেতে ঘন হয়… শ্রান্তিতে ভেঙ্গে পড়ে সঙ্গিনীর পাশেই একদন্ড বিশ্রামে শান্তি খোঁজে যেন মৌণ সময়। আলতো ছুঁয়ে থাকার ভেতরে কি থাকে? সম্পর্কহীন সম্পর্কের মাঝে ভালোলাগা কতটুকু?
আলতো স্পর্শের স্মৃতি হয়তো কারো সবটুকু অনুভুতিকে আচ্ছন্ন করে রাখে এক সেকেন্ড; শেষে বিদ্যুতের মতো ঝাঁকি দিয়ে শরীরের ভিতর দিয়ে কোথাও চলে যায় … কোথায় যায়?
‘ ভালোলাগা সুন্দর,
ভালোবাসা আরো সুন্দর,
কারণ –
প্রেম আসে
ভালোবাসায় পুড়ে পুড়ে ..’ – কে যেন একদিন বলেছিলো শিহাবকে!
সেই কারো হৃদয়ের উজ্জ্বল আলোয় স্পর্শের নাগালের বাইরে থেকে দেখা ঝিলিক দিয়ে ওঠা হাসিমুখ … বড্ড মনে পড়ে হঠাৎ! কি যেন পর পর স্পষ্ট হতে হতে অস্পষ্ট হয়ে মিলিয়ে যায়। চেনা কিছু ছিলো । চোখ? মুখ? রঙ? ভঙ্গি? ভঙ্গি ! কার মতো !!
কণার!!!
চিন্তাটা বিবশ করে তোলে ওকে। পাশের সম্পর্কহীনার ক্ষীণ কটিতে এক হাত, বেডরেষ্টে অন্য হাত স্থির হয়ে রইলো শিহাবের। আসলে মাঝে মাঝে কোন হিসাব নিকাশ ছাড়াই দুজন মানুষ দুজনের জন্য তীব্র টান অনুভব করে। ঠিক কী কারণে, বোঝা সম্ভব হয় না। এই অবস্থায় শরীরের যে চাহিদা টুকু তৈরি হয় তা বোঝা সহজ বলে বোধ হয় মানুষ চট করে শরীরেই জড়িয়ে যায়। আর যত তারা শরীর খুঁড়ে সত্য গুলি খুঁজতে থাকে তত দিশাহারা হতে থাকে মনটার অসহায়ত্ব দেখে । সে যে কী পেলো না, তা জানার জন্য মাথা আছড়াতে থাকে ঢেউয়ের মতো হাহাকারে ; নির্দয় বোধ কিছু বলে না ; ঢেউ গুলি আছড়ে পড়ে ফেনা হয়ে যায় – আবার ঢেউ হয়ে ফিরে আসে – আবার …মানুষ বেঁচে থাকে …
পাশাপাশি ফ্ল্যাটে থাকা এক ছায়া এজন্যই কি অপর ছায়ার প্রতি ঝুঁকে পড়েছে? এই ঝুঁকে পড়ায় ভালোলাগা থাকলেও সেখানে ভালোবাসা ছিল কি? তাই প্রেমও ছিল না… একটুও! ছিল কেবল জৈবিক তাড়নায় রন্ধ্রে রন্ধ্রে প্রহসন… তৃপ্তির ভান করার মূর্ত উপহাস!”
– অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ তে নওরোজ কিতাবিস্তান থেকে বের হতে যাওয়া আমার দ্বিতীয় গল্পগ্রন্থ ‘ছায়াসঙ্গী’র ‘প্রেম তো ছিলো না ছিলো শুধু প্রহসন’ গল্পের অংশবিশেষ।
★ প্রকাশকঃ Manjur Khan Chowdhury Chandan
★ প্রকাশনীঃ নওরোজ কিতাবিস্তান
★ প্রকাশকালঃ অমর একুশে গ্রন্থমেলা ২০১৭
★ প্রচ্ছদঃ Charu Pintu
★ ফর্মাঃ সাত ★ পৃষ্ঠাঃ ১১৯
★ মূল্যঃ একশত সত্তুর টাকা
★ সর্বমোট গল্পঃ ৩৪টি
গল্পগ্রন্থটি গ্রন্থমেলায় নওরোজ কিতাবিস্তানের সকল স্টলে পাওয়া যাবে। আমার কাছ থেকেও পাঠক সংগ্রহ করতে পারবেন।
___________________________________
” তোমায় প্রথম যেদিন দেখেছিলাম
সেদিন ছিল রবিবার
বসন্তবরণে উৎসুক নাগরিক জীবন।
সেদিন ছন্দপতন ঘটেছিলো কিনা ওখানে জানা যায়নি
তবে এই হৃদয়ে ছিল হাহাকার।
এমনই এক মন খারাপের বিষণ্নবেলায়
হৃদয়ের পরতে পরতে যখন আড্ডারত কষ্টের নীলাকাশ ভালবাসার সাগরপাড়ে নুয়ে পড়ছিলো
বিসর্জিত ভাললাগাদের চলে যাওয়ায় সেদিন
বিরহী বিকেল সাঁঝের বুকে খুঁজে ফিরছিলো স্বস্তির নিঃশ্বাস।
এমন দিনে যখন কাছে এলে তুমি
আঁচলের স্বস্তিভরা শিউলির সুঘ্রাণে কেঁপে ওঠা ভোর
পাতা ঝরার মূর্ছনায় নেচে ওঠা মনকে সাথে নিয়ে
বসন্তের হাহাকার দূর করেছিল কিনা জানা যায়নি।
তবে কেটেছিল আমার অপেক্ষার সকল প্রহর!
এরপর ফারাক্কার ওপাড় থেকে এ পাড়ে কত জলের ছড়াছড়ি
কত অমাবশ্যা আর গৃহত্যাগী জোছনার আলো-ছায়ায় লুকোচুরি
মৃত করোটিতে খুঁজেছি দু’জনায় জীবনের উল্লাস!
কত অভিযোগ শত অনুযোগ রাগ-অনুরাগের মিছে খেলায়
কাটিয়েছি রাত রেখে হাতে হাত হটিয়েছি দুঃখবিলাস।
তোমায় প্রথম যেদিন দেখেছি মনে ছবি এঁকেছি
আজো রয়েছো তেমনি মায়াবী কোমল নরম রোদ্দুর
তুমি আমি পাশাপাশি দূর পরবাসী সাথী এই বিষণ্ন নগর
ভালবাসি!
ভালবাসি প্রথমদিনের মত-ই প্রিয় বন্ধু তোমায়
আজও তুমিই মোর ভালবাসার প্রথম প্রহর!
#ভালোবাসার_প্রথম_প্রহর_শেষ_তৈলচিত্র
অমর একুশে গ্রন্থমেলা ২০১৭’য় আমার প্রথম কাব্যগ্রন্থ ‘শেষ তৈলচিত্র’ তে এই কবিতাটি থাকছে।
★ প্রকাশকঃ Neel Sadhu সুপ্রিয় নীলদা’
★ প্রকাশনীঃ এক রঙ্গা এক ঘুড়ি
★ প্রকাশকালঃ অমর একুশে গ্রন্থমেলা ২০১৭
★ প্রচ্ছদঃ Charu Pintu
অমর একুশে গ্রন্থমেলায় এক রঙ্গা এক ঘুড়ির স্টলে কাব্যগ্রন্থটি পাওয়া যাবে। আমার কাছেও পাওয়া যাবে
_______________________
অবশেষে প্রস্তুত আমার প্রথম উপন্যাস
আইএসবিএন কোড সহ পূর্ণাংগ প্রচ্ছদ শেয়ার করছি।
★ প্রকাশক: Nasir Ahmed Kabul
★ প্রকাশনী: জলছবি প্রকাশন
★ প্রকাশকাল: অমর একুশে গ্রন্থমেলা ২০১৭
★ ফর্মা: ছয় ★ পৃষ্ঠা: ছিয়ানব্বই
★ প্রচ্ছদ: Charu Pintu
★ মূল্য: একশত আশি টাকা
উপন্যাসটির সার সংক্ষেপ:
______________________
ঘুংগ্রু আর মেংগ্রু, এক জোড়া বামন মানব-মানবী। জন্মগতভাবে শারীরিক অপূর্ণতাকে স্বীকার করে নিয়ে, সমাজে আর পাচজন মানুষের মতো বেচে থাকার সংগ্রামে লিপ্ত হয় তারা। কিন্তু প্রতি পদে পদে তাদের এই শারীরিক অপূর্ণতা জীবনকে থমকে দেয়। হাসি-ঠাট্টা আর ব্যংগ-বিদ্রুপে অতীষ্ঠ হয়ে ওঠে তাদের জীবন। স্বামী-স্ত্রী বামন হলেও তাদের সন্তানেরা স্বাভাবিক মানুষ হিসেবেই জন্ম নেয়। খর্বকার বাবা-মায়ের কারণে তাদের জীবনও বিষিয়ে ওঠে। তাদের মেয়ের জীবনও বাঁকে বাঁকে বাধাপ্রাপ্ত হয়। এমন কি ভালোবাসার স্বীকৃতিও পায় না বাবা-মায়ের খর্বাকৃতির কারণে। তবুও ঘুংগ্রু আর মেংগ্রু পরিবার অদম্য স্পৃহা ও মনোবল দিয়ে সকল প্রতিকূলতাকে জয় করে নির্দিষ্ট ‘গোলে’ পৌছার সংগ্রামে লিপ্ত হয়। একজোড়া বামন মানব-মানবীর প্রতি সমাজের অবহেলা, অনাদর, ব্যাংগ-বিদ্রুপ দেখে পাঠকের হৃদয়ও আপ্লুত হবে, প্রশ্ন জাগবে সত্যি কি আমরা মানুষ- ঘুংগ্রু আর মেংগ্রু কি মানুষ নয়!
অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ তে জলছবি প্রকাশনের স্টলে উপন্যাসটি পাওয়া যাবে। আমার নিজের কাছ থেকেও আগ্রহী পাঠক সংগ্রহ করতে পারবেন। (আমার মোবাইল নাম্বারঃ ০১৯২২৬৮০৮০৯)
অভিনন্দন দাদা
ধন্যবাদ প্রিয় আলমগীর ভাই।
বইমেলায় দেখা হবে ইনশা আল্লাহ।
ভালো থাকুন।
শুভ কামন ও শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।
২০১৭ ই অমর একুশে বইরমেলায়। যাওয়া হলে। আপনার কয়েকটি বই। সংগ্রহ। করব।আশা।করি।।দোয়া করবেন। যেন আল্লাহর রমহতে বইমেলায় যেতে পাড়ি। ইনশাল্লাহ।
অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানবেন।

সাথে দোয়া করবেন। অনবরত যেন লিখে যেতে পারি।
নিশ্চিত যে অন্য প্রকাশনাকে থেকে এই তিনটি প্রকাশনা আপনাকে বেশী সাফল্য দেবে।
আর পোস্ট হিসেবে তিনটি গ্রন্থের তিনটি লেখা পরিবেশনার আইডিয়া অসাধারন।
অনেক ধন্যবাদ ভাইয়া।
দোয়া করবেন।
আপনার কাছে, বই হাতে এলে, তিনটি গ্রন্থ পৌঁছে যাবে। গল্পগ্রন্থটি কেবল হাতে পেয়েছি। ২৫ তারিখের ভিতরে বাকী দু’টি ও এসে যাবে।
অনেক ভালো থাকুন।
ওকে মি. মামুন।

অভিনন্দন আপনাকে। গল্প, কবিতা ও উপন্যাস-এর তিনটি প্রকাশনা। অনেক অনেক শূভেচ্ছা রইল।
অনেক ধন্যবাদ স্যার।
দোয়া করবেন টানা লিখে যেতে পারি যেন।
অবেক ভালো থাকুন।
অভিনন্দন!
অভিনন্দন আপনাকে। গল্প, কবিতা ও উপন্যাস-এর তিনটি প্রকাশনা!
সফলতা এবং প্রচার আশা করছি।
ধন্যবাদ প্রিয় ভাই।
অনেক দোয়ার প্রত্যাশা।
ভালো থাকুন সবসময়।
খুব ভালো লেগেছে, সময় নিয়ে পড়লাম। সুন্দর এক অনুভূতিতে শিহরিত হলো মন।
শুভকামনা জানাই আপনার জন্য।
ধন্যবাদ ভাই।
গত ৫ বছরের সাধনার ফসল বলতে পারেন। আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে ১০ ঘন্টা পেওরিদিন কাজ করেছি, একা একা, নিজের পরিবার আরেক জেলায়, নি:সংগতা আমাকে দিয়ে টানা লিখিয়েছে, আমি লিখেছি, শিখেছি, এখনো শিখছি।
প্রতিদিন লিখতেই হবে, থামা যাবে না, এটাই সাধনা।
ভালো থাকবেন।
অফুরান শুভ কামনা মামুন ভাই—-।।
অনেক ধন্যবাদ প্রিয় ভাই।
শুভ কামনা আপনার জন্য ও।
** প্রিয় কবি, শুভ কামনা সবসময়…
ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়।