এমন দুর্লভ জগৎ
অনন্ত থাকবে প্রাণের পদচারণমুখর ;
এমন বিষ্ময় জাগানিয়া পৃথিবী
সৃষ্টির সমৃদ্ধিতে স্বতস্ফূর্ত থাকবে
শুধু গত হবে লেবাস ধারীরা;
টিকে যাবে তারাই যারা কোনো
ধর্মের আবদ্ধতা বিশ্বাস করেনা।
তারা বিচরণ করবে অসংখ্য
নব্য জগতের সন্ধানে …
মানুষও প্রকৃতি একই নিঃশ্বাস
আদানপ্রদান করবে এই নশ্বরে/অবিনশ্বর
প্রান্তিক পৃথিবীর দৈবকূল-
যারা কোনো প্রচলিত ধর্মীয়
বিধানের আভিধানিক কিছু বিশ্বাস করেনা।
বড়ই অচেনা হয়ে যায় এই মত্যের সভা
বড়ই অবাঞ্চিত লাগে দুর্বোধ্য কিছু।
এই দুর্লভ সময় একদিন
মানুষের হাতের মুঠোয় এসে থমকে যাবে
হেরে যাবে তিরিশ হাজার বছর
কিম্বা হাজার কোটি আলোকবর্ষ ;
হ্যাঁ, এটাই হবে এমনটাই হবে এই ধরিত্রী
মানুষ চলে যাবে অমরতার দিকে
তিলে তিলে টিকে যাওয়া আর বেঁচে যাওয়া
মানুষেরা চষে বেড়াবে এই ভ্রম্মান্ড।
মানুষ দ্রুতগামী হবে বিজ্ঞানের বিজয়ে
জগতে নব্য নির্বাণের মধ্যদিয়ে আবিস্কার
হবে নতুন একটি ধর্ম ;
যেখানে মানুষ যা চাইবে তাই হবে
স্বাধীনতা যেখানে কারো শেকলের
বাউন্ডুলে হাতকড়া হয়ে হুংকার দেবেনা।
দাসত্ব যেখানে অচেনা শরীরের পচন-
নারীপুরুষ যেখানে সমালোচিত হবেনা
অধিকার অনধিকারের যুদ্ধে।
আমি সেই বেঁচে যাওয়া মানুষের কথা বলছি ;
৮:৩৪/ ২৯.৪.১৭
মানুষও প্রকৃতি একই নিঃশ্বাস
আদানপ্রদান করবে এই নশ্বরে/অবিনশ্বর
প্রান্তিক পৃথিবীর দৈবকূল-
যারা কোনো প্রচলিত ধর্মীয়
বিধানের আভিধানিক কিছু বিশ্বাস করেনা।
___ আসলে এমনই দূর্লভ জগতের বাসিন্দা আমরা। অনেকদিন দিন পর শামীম।
আঙ্কেল, আসসালামু আলায়কুম। লিখা অনেক উচ্চাঙ্গের। দোয়া র’লো।