ভাবনায় আশ্রিত স্মৃতি …

ভাবনায় আশ্রিত স্মৃতি …

দীর্ঘ এই বটগাছ ,
উত্তরের বাতাসে ছড়াবে উত্তাপ
শনশন হাওয়া ছুঁয়ে যাবে জীবনের নতুন স্বপ্ন ,

এসবই কল্পনা।
আজ স্মৃতির আকাশে তেমন কোনো উচ্ছাস নেই
দৃষ্টির স্বীমানায় চোখের কোনো লঙ্ঘন নেই।

স্পর্শের হাতধরে পৃথিবী এগিয়েছে অগনিতকাল …
তোমার স্মরণেই রয়ে যায় জীবন আমার বেজায় বেসামাল।

1 thought on “ভাবনায় আশ্রিত স্মৃতি …

  1. ‘ভাবনায় আশ্রিত স্মৃতিগুলোন না হয় স্মৃতিকল্পনায়ই থাক।
    বড় সত্য হচ্ছে … দৃষ্টির সীমানায় চোখের কোনো লঙ্ঘন নেই।’

    সৎ উপলব্ধি। অভিনন্দন এবং রমজানুল মোবারক প্রিয় শামীম বখতিয়ার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।