এবার হিসাব মুখী হয়ে উঠেছে জীবন
যেখান থেকে বোনা হয়েছিলো স্বপ্ন, জন্ম প্রহর…
জন্ম-জন্মান্তরের আয়োজন,
যখন থেকে শুরু হয়েছিল চিরন্তন সাধন- অশোধিত ঋণে
জন্মের প্রয়োজনে;
এবার সংজ্ঞায়িত হবার পালা
জন্মের দায়ভার, রক্তের অধিকার আর পূর্ব পুরুষের ধর্মশালা!
একটি চিৎকার… নিঃশ্বাসের গতিবেগ ছুঁইয়ে দুর্বার কান্না
সেই প্রথম বার ছিন্ন করে রুদ্ধ প্রাণের দ্বার;
এবার ধন্য করো তাঁকে আলোর মশাল হাতে
পথ পাণে চেয়ে-দাঁড়িয়ে আছে দুখিনী জননী তোমার।
দাউদুল ইসলাম
১১.৬.১৭
জন্মের ঋন শোধাবার নিরন্তর চেষ্টা। অসাধারন!
‘এবার সংজ্ঞায়িত হবার পালা
জন্মের দায়ভার, রক্তের অধিকার আর পূর্ব পুরুষের ধর্মশালা!’
___ চমৎকার লিখেছেন স্যার। ব্রাভো।