বাহ্
মানুষ বোঝেনা।
রাজনীতি বোঝনা ক্ষমতা বোঝো
পেট্রোলের বদলে বোঝো পেট্রোল বোমা
মানুষ বোঝনা গুম বোঝো খুন বোঝো।
জনতার সম্পদ লুটপাট বোঝো।
বাহ্ চমৎকার গুণ তোমার চমৎকার হিংস্র দুটি চোখ।
বাহ্
মানুষ বোঝেনা।
রাজনীতি বোঝনা ক্ষমতা বোঝো
পেট্রোলের বদলে বোঝো পেট্রোল বোমা
মানুষ বোঝনা গুম বোঝো খুন বোঝো।
জনতার সম্পদ লুটপাট বোঝো।
বাহ্ চমৎকার গুণ তোমার চমৎকার হিংস্র দুটি চোখ।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সৎ এবং মহান; জনকল্যাণ নীতির ধারক আমাদের সমাজে আর অবশিষ্ট কেউ নেই।
এপার বাংলা আর ওপার বাংলার অবস্থা এই একই।