সমস্যাটা জটলা পাকায়
ডুকরে কাঁদে সমাধান,
সারাজীবন চেষ্টা করেও
পায়নি কেহ পরিত্রাণ।
একই সরল রেখায় থেকেও
সমস্যাটাই বেশী,
জীবন দিয়েও অনেক সময়
সমাধান অখুশি।
হাসি মুখে কিংবা ভুলে
তৈরি সমস্যার,
সৃষ্টি যারা করছে দিব্যি
পেয়ে যাচ্ছে পার।
সমাধানের চিন্তাধারা
অর্পিত যার উপর,
তাঁরা কিন্তু একে অন্যের
অন্তরঙ্গ দোসর।
ভয়ংকর সমস্যা হতে
পেতে সমাধান,
সমস্যা তাই নিজে এসে
খোঁজে সমাধান।
বিষয়বস্তুতে মুগ্ধতা রেখে গেলাম!
অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই মিঃ ডেজারট।
ভালো থাকবেন।
সমস্যার ও সমাধান নিশ্চিত একটি দারুণ কবিতা।
অনেক ধন্যবাদ জানাই প্রিয় দাদা।
একই সরল রেখায় থেকেও
সমস্যাটাই বেশী,
জীবন দিয়েও অনেক সময়
সমাধান অখুশি।
এমনই হয় কবি বাবু দা।
ভালো থাকবেন প্রিয় দিদি।
ধন্যবাদ মি. নূর ইমাম শেখ বাবু।
অফুরান শুভেচ্ছা প্রিয় মুরুব্বী। ভালো থাকুন।