এই শহর, এবং তাঁর ঘরে ঘরে
যখন সম্পর্কগুলো অসততার দাঁড়িপাল্লায় মেপে, মিথ্যা হয় সব;
তখন প্রত্যেকটি ঘর ভেঙ্গে যায়,
একেকটি ইট, হারায় তাঁর ধরে
রাখা মজবুত সিমেন্টের
আঠালো বন্ধন।
এই শহর আর তাঁর সাজানো
ঘরগুলো বরই বেইমান,
বরই প্রতারক, বরই ধোঁকাবাজ,
আর স্বার্থপরও বটে।
এখানে খুব কাছের মানুষই
ধোঁকা দেয়, মিথ্যা বাসনা
আর ধরে রাখার যে আকুতি ভেসে আসে
সেখানে দয়া,
করুণা আর নিষ্ঠুরতা
ছাড়া কিছুই দেখা যায়না।
এই শহর আর তাঁর ভেতরে
গড়ে ওঠা একেকটি ঘর
দাঁড়িয়ে থাকে বিশ্বাসঘাতকতার ক্ষত চিহ্ন নিয়ে।
এই ঘরগুলো এতোটাই নিরীহ
যে, প্রতিবাদের ভাষা যেনো হারিয়েছে
নীরব যন্ত্রণা সহ্য করতে করতে।
এখন তাদের ভাষা নেই
এখন তাদের শক্তি নেই।
হায় এ এক করুণ চিত্র
পৃথিবীর এই ভূপৃষ্ঠে
কোনো এক ভূপাতিত অক্ষমতা
বশ করেছে এই যন্ত্রণাবিদ্ধ প্রান্তরেখায়।
হে শহর তুমিকি জানো!
তোমার ঘারে চেপে থাকা
প্রতারকরা তো এমনটাই চায়।
আমি সেখানে বারংবার ব্যর্থ হয়ে ফিরে আসি।
___________________
জুন-১৫, ২০১৯ রাতঃ ১০:৫ মি.
এই শহর, এবং তাঁর ঘরে ঘরে
যখন সম্পর্কগুলো অসততার দাঁড়িপাল্লায় মেপে, মিথ্যা হয় সব;
এই শহর আর তাঁর ভেতরে
গড়ে ওঠা একেকটি ঘর, দাঁড়িয়ে থাকে বিশ্বাসঘাতকতার ক্ষত চিহ্ন নিয়ে।
ঘর থেকে বাহির, আবার বাহির থেকে ঘর, সর্বত্রই যেন প্রতারণার ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত।
কবিতা চিরচেনা বাস্তবতা কবি শামীম ভাই। ভালোবাসায় ভালো থাকুন।
ভাল থাকুন প্রিয় কবি দা। শু সকাল।
ভালো লিখেছেন কবি শামীম ভাই।
কথা সত্য।