ছন্নছাড়া অকবিতা

একা হয়ে যাও, এতোটাই একা
নিজের সাথেও যেনো হয়না কো দেখা।
.
প্রেম মানেই গোলাপ এবং নোখের আঁচড়
ঠোঁটবন্দী ঠোঁটে ঠোঁটে মুক্তি লাভের ঘোর।
.
যাও, পালাও পালাও, যতটা দূরে যাবে যাও
পথের বাঁকে বাঁকে আমার ঘ্রাণ হতে নিজেকে বাঁচাও…।

20 thoughts on “ছন্নছাড়া অকবিতা

  1. যাও, পালাও পালাও, যতটা দূরে যাবে যাও। শুভ যাত্রা মি. আবু সাঈদ আহমেদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ মুরুব্বী আজাদ ভাই। :)

  2. সংক্ষিপ্তে পারমানবিক কবিতা। অভিনন্দন হরবোলা আবু সাঈদ ভাই। শুভ সকাল। :)

  3. যদিও সংক্ষিপ্ত কবিতা তবে সত্যি একটা বড় জীবনের গল্প লিখা। শুভ কামনা রইলো।

    1. খুশি হলাম কবি আদেল পারভেজ ভাই। :)

  4. ছন্নছাড়া অকবিতায়ও অগণন ভালোবাসা ভাইজান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী ভাই। :)

  5. অকবিতাটিও কিন্তু কবিতা হয়ে গেছে দাদা। :)

    1. নিজে স্বীকার করতে পারলাম না কবি রিয়া। :) ধন্যবাদ।

    1. ধন্যবাদ কবি শাকিলা তুবা। :)

  6. বেশ লেখেছেন কবি দা

    অনেক প্রেরণা পেলাম—————

    1. শুভেচ্ছা কবি আলমগীর সরকার লিটন। :)

  7. অকবিতায় কবিতার মুগ্ধতা 

    ধন্যবাদ প্রিয় লেখক 

     

     

    1. সম্মানিত হলাম যাযাবর ভাই। :)

  8. কবিকে পালিয়ে যেতে নেই, কবি শীল্প , কবি সভ্যতা, কবি সমাজপতি, কবি মানবিক, কবি যোদ্ধা, কবি রাষ্ট্র, কবি জনতা, সুখের নদী নোঙ্গর করুক কবির কবিতায়।

    শুভ কামনা কবি।

    1. অনেক ধন্যবাদ কবি শান্ত ভাই। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।