একটি উদ্দেশ্যহীন কবিতা “ভালোবাসি”
তোমাকে ভালোবাসতাম
হয়তো ভুলতে পারিনি তাই এখনো ভালোবাসি
অনেকটা কষ্ট, অনেকটা ক্ষত, অনেকটা ব্যথা মনের ভিতর রেখে আজও চলা পথ।
তোমাকে ভালবাসতাম
সে অনেক আগের কথা আজও এখনো বাসি,
এখনো তাই কষ্টের নগরে হতাশায়, হতাশায়, হতাশায় ভাসি।
মন আজও আছে সে বিষণ্নতায়
আজও আছে বুকের ভেতর রক্ত জমাট বাঁধা।
আজও সেই হাহাকার …
এখনো শূন্যতা বুকের মাঝে থামেনি।
তোমাকে ভালোবাসতাম
এখনো তাই ভালোবাসি
এখনো আগের মতো একই রকম আছি ।
একই রকম সকাল
একই রকম, একই রকম বিকাল আর রাত্রি কাছাকাছি।
প্রতিটি দিন আমার দুঃখ দিয়ে শুরু হয়
প্রতিটি দিন আমার কান্না দিয়ে শুরু হয়
রাতের জলে বুক ভাসে একাকী।
আমি কি সেই কষ্টের কারণ!
আমি কি সেই ব্যথার ফলন!
আমিতো জানিনা, আমি তো কোনদিন ভাবিনি ভাগ্যের মহা উন্মত্ততা
আমাকে কখনো দূরে সরে নিয়ে যাবে~
তাইতো এখনো ভালোবাসি…
এখনো সুদূর থেকে শুধু দূরে থাকি
প্রিয়তমা থাকলেই কি ভালোবাসা হয় ?
কাছে থাকলেই কি ভালোবাসা যায়
দূরে আছি বলে ভেবোনা ভালোবাসি না
এখনো ভালোবাসি,
ভালোবাসা ছাড়া আর কিইবা আছে আমার।
প্রেম কতটা যন্ত্রণার সেটা জানি
কতটা নৈরাশ্যের সেটাও জানি
কতটা বেদনাবিধুর সেটাও জানি
কতটা যন্ত্রণাদায়ক সেটাও জানে মন।
তবুও ভালোবাসা দূরে সরে যায়নি মন থেকে
এটা কি কোনো অপরাধ
জীবনের প্রায়শ্চিত্ত মরণের পথ ধরে
হবে কি কোনদিন তার অবসাদ ?
2 সেপ্টেম্বর 2019
মন্দ থাকা চলবে না শামীম ভাই। ভালো থাকতে হবে সব মিলিয়ে। শুভেচ্ছা।
একটি উদ্দেশ্যহীন কবিতা “ভালোবাসি”।
ভালোবাসেন এটাই বড় কথা কবি দা। আজকাল তো প্রকৃত ভালোবাসাই উঠে গেছে।
এও থাক ওও থাক তারপরও বেশী বেশী ভালো থাকা চাই কবি শামীম বখতিয়ার।
সুন্দর।
ভালোবাসার জয় হোক কবি শামীম বখতিয়ার ভাই। এগিয়ে যান।
ভালোবাসার জয় হোক। সবার ভালোবাসা স্বার্থকে লাগুক!