গাঁয়ের টান মাটির গান
গীতিকবিতা-৯
গাঁয়ের টান মাটির গান
মাটির গানের সুরে,
আমার গাঁয়ে সবুজ ছায়া
সারা গ্রামখানি জুড়ে।
প্রভাত হলে তরুর শাখে
প্রভাত পাখিরা গায়,
পূর্ব দিশায় সোনার রবি
সোনালী রং ছড়ায়।
গাঁয়ের মাটি সুখের স্বর্গ
মাটির পরশ পেয়ে,
চাষীরা মাঠে লাঙল চষে
বাংলার গান গেয়ে।
গাঁয়ের মাঝি নৌকা চালায়
ভাটিয়ালি গান গায়,
তরুর ছায়ে বেণু বাউল
সুর বাঁধে দোতারায়।
গাঁয়ের মাটি স্বর্গ আমার
স্মৃতিবিজড়িত মায়া,
দুইধারে পথে সবুজ তরু
আছে সবুজের ছায়া।
পদ্যে অপূর্ব একটি ছবি।
সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম।
সাথে থাকবেন। জয়গুরু!
সুন্দর।।।।
মন্তব্য সুন্দর ও মুগ্ধকর।
সাথে থাকুন, জয়গুরু!
ভালো লাগলো।
আপনার ভালো লাগা আমার এগিয়ে চলার প্রেরণা।
মন্তব্য সুন্দর ও মুগ্ধকর। সাথে থাকুন, জয়গুরু!
গাঁয়ের মাটি স্বর্গ আমার স্মৃতিবিজড়িত মায়া,
দুইধারে পথে সবুজ তরু আছে সবুজের ছায়া।
গ্রাম ভালবাসি প্রিয় কবি দা।
সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম প্রিয় কবিবোন।
সাথে থাকবেন। জয়গুরু!
গাঁয়ের টান মাটির গানের গীতিকবিতায় অভিনন্দন কবি মি. ভাণ্ডারী।
আপনার সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম।
সাথে থাকবেন। জয়গুরু!
সেই স্বর্গের মাটি ছেড়ে বহুদিন ধরে যান্ত্রিক শহরে কোণঠাসা হয়ে আছি।
সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম।
সাথে থাকবেন। জয়গুরু!