নারী, নারী কারো মা, কারো বোন, কারো স্ত্রী, সবচেয়ে বড় কথা হল নারী হচ্ছে মায়ের জাত একজন পুরুষের চেয়ে নারী কোন অংশে কম নয়, তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা মানুষ হিসেবে যদি চিন্তা করি তাহলে আমরা সমানে সমান কেউ কারো কোন অংশেই কম না বেশি ও না।
শুধুমাত্র নারীর শারীরিক গঠনের জন্য যে একজন দুর্বল আর একজন শক্তিশালী এই বিষয়টি বর্তমান আধুনিক যুগে নেহায়েতই অন্যায় একটি প্রবচন আমরা দাসত্বের চিন্তাভাবনা ছাড়া কখনোই তার থেকে বেরিয়ে আসতে পারি না বলেই আমরা আজ এখনো নারীকে সঠিকভাবে বুঝতে শিখিনি।
আমাদের এই শিক্ষিত সমাজ ব্যবস্থা এতটাই শোচনীয় যে আমরা নারীর মূল্যায়ন সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখিনা নারীকে ছোট করে দেখাও এক ধরনের অন্যায়।
নারীরা জেগে উঠেছে এটি যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি এখনো পিছিয়ে আছেন সভ্য সমাজ ব্যবস্থা থেকে। আর এটা যদি আপনি ভুল ভাবেন ভুল বোঝেন তাহলে বলবো যে আপনি আজ থেকে চৌদ্দশ বছরের সেকেলে চিন্তার ভেতরে আবদ্ধ আছেন।
নারী ছাড়া কোন পুরুষ পৃথিবীতে আগমন করতে পারেনি। ধর্মীয় ব্যাখ্যায় যদি যাই ঈসা আলাইহিস সালাম জিব্রাইলের মাধ্যমে তার মায়ের গর্ভে আসে জাস্ট একটা ফুলের সুগন্ধ তার নাকে শ্রবণের মাধ্যমে।
একজন পুরুষ কখনোই নারীর মতো সমৃদ্ধ এবং সম্মানিত হতে পারবে না, একজন নারীর ভেতরে যে গুন আছে একজন পুরুষের ভেতরে সেই গুণগুলো নেই যা নারীকে অনেক উচ্চতায় নিয়ে যায়, সেই বিষয়গুলোই নারীকে অনেক সম্মানিত করেছে। আমাদের সমাজে একজন নারীর অপরাধের জন্য আর সকল নারীকে খারাপ ভাবা ঠিক নয়, অপমান অপদস্থ করা করা ঠিক না।
নারীকে সম্মান করুন, শ্রদ্ধা করুন রেস্পেক্ট করুন, নারীর প্রতি আপনার যে ভালবাসা যে দায়িত্ববোধ যে সহনশীল আচরণ করা দরকার তার প্রতি যে ধ্যানধারণা পোষণ করা বাধ্যতামূলক সেটা আপনার নৈতিক আদর্শ থেকেই তৈরি করা উচিত।
এক শ্রেণীর মানুষ আছে যারা নারীকে ক্ষুদ্র কীট এর চেয়েও জঘন্য ভাবে, এক শ্রেণীর মানুষ আছে যারা নারীকে শুধু একটা যন্ত্র ভাবে উৎপাদনশীল মেশিন হিসেবে।
এক শ্রেণীর মানুষ আছে যারা শুধু নারীকে ঘরে বন্দী করে রাখতে চায় এক শ্রেণীর মানুষ ভেবেই থাকে যে নারীকে তৈরি করা হয়েছে পুরুষের জন্য, এক শ্রেণীর মানুষ ধরেই নিয়েছে নারীকে তৈরি করা হয়েছে পুরুষের সেবার জন্য। এক শ্রেণীর মানুষ ধরেই নিয়েছে যে নারী হচ্ছে পুরুষের দাসী! এই শ্রেণীর মানুষ গুলো ভেবে নেই যে পুরুষ ব্যতীত বাইরে কোন নারী যাবে না নারীর দায়িত্ব ঘর পর্যন্ত।
স্বামীকে সেবা করা, সন্তান উৎপাদন করা, স্বামীর চাহিদা মেটানো ইত্যাদি ইত্যাদি। ওই সব শ্রেণীর মানুষের এই যদি চিন্তা ধারা হয় তাহলে কিভাবে এমন ভেদাভেদ করে স্রষ্টা তার সৃষ্টিকে সৃষ্টি করতে পারলেন “নারীকে”। সেই পুরুষ সমাজ জানেনা কি তুমি যাদের বিরুদ্ধে আজ কথা বলছো সেই সমস্ত নারীরাই হচ্ছে তোমার মায়ের শ্রেণি, তোমার মায়ের গর্ভে তুমি যদি না আসতে তাহলে তুমি কখনোই পৃথিবীর এই আলো বাতাস দেখতে পেতে না উপভোগ করতে পেতে না আর আজকের এই চিন্তাধারা ও করতে পেতে না।
আমাদের এই ভঙ্গুর সমাজে ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থায় নারী এবং পুরুষকে নিয়ে যে ভেদাভেদ তৈরি হয়েছে সেখানে যদি দুইটি শ্রেণীকে সামনে রাখা যায় তবে সেখানে নারীর চেয়ে পুরুষই অত্যাধিক জঘন্য চরিত্রহীন বলে অনুমেয় হয় বর্তমানে আমাদের এই আধুনিক যুগে কোথায় কি ঘটনা কিভাবে ঘটছে তা মিনিটের ভিতরে চলে আসে এবং জানা যায়।
এবং চলার পথে আমরা যা নিজের চোখ দিয়ে দেখি সেটাকেই বিশ্বাস করা যায়। আমাদের দৈনন্দিন জীবন ব্যবস্থায় যা চোখে পড়ে তার ওপর ভিত্তি করেই আমার বিশ্বাস জন্মেছে যে পুরুষরাই সবচাইতে বেশি অপরাধী সেটা চরিত্রগত হোক আর ক্ষমতার দিক দিয়ে হোক প্রভাবের দিক দিয়ে হোক।
আজকের আমাদের এই ধর্মীয় সমাজ প্রকৃত জীবন ব্যবস্থার ওপর শিক্ষা না নিতে পারলেও কিংবা পাশ্চাত্যের কালচার থেকে শিক্ষা না নিতে পারলেও ধর্মীয় দীক্ষা থেকে ভালো কিছু কখনোই শিখতে পারিনি যা আমাদেরকে ভুল পথে পরিচালিত করতে শেখায় আমরা অন্যের চরিত্র নিয়ে খোলাখুলি কথা বলতে পারি কিন্তু আমরা নিজেদের চরিত্র নিয়ে কিঞ্চিৎ পরিমাণ মুখ ফস্কে কাউকে কিছু বলি না।
এটাই যদি একজন মানুষের মানসিক অবস্থা হয় তাহলে একজন প্রকৃত মানুষের দায়িত্ব জ্ঞান কি সেটা আমরা কখনই বুঝতে পারব না এমনকি জানতেও পারব না।
বখতিয়ার শামীম।
4 অক্টোবর 2019
নারী কারো মা কারো বোন কারো স্ত্রী সবচেয়ে বড় কথা হল নারী হচ্ছে মায়ের জাত। আমাদের মানসিকতার প্রয়োজন বেশী। নইলে একজন প্রকৃত মানুষের দায়িত্ব জ্ঞান কি সেটা আমরা বুঝতে পারব না এমনকি জানতেও পারব না।
একজ্যাক্টলি। শুভেচ্ছা। প্রিয় বখতিয়ার শামীম।
নারী কারো মা কারো বোন কারো স্ত্রী। সবচেয়ে বড় কথা হল নারী হচ্ছে মায়ের জাত।
কথা গুলোন আমরা বরণ আর মনে রাখলেই চলে। ভালোবাসা শামীম ভাই।
নারীরা জেগে উঠেছে এটি যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি এখনো পিছিয়ে আছেন সভ্য সমাজ ব্যবস্থা থেকে।
সঠিক।
ঠিক বলেছেন কম বেশি নয় মিলে মিশে থাকাটাই স্বার্থকতা সৃষ্টির সব কিছু তে নারী পুরুষ আছে সেখানে কিন্ত মানব সমাজের মত দ্বন্দ্ব নাই। শুভককামনা হ
নারী কারো মা কারো বোন কারো স্ত্রী সবচেয়ে বড় কথা হল নারী হচ্ছে মায়ের জাত র

