ভালোবাসা

26107

ভালোবাসা মানে সন্দেহ নয়,
অবিশ্বাস নয়,
অসম্মান অবহেলা নয়,
অসভ্যতা নয়
অসদাচরণ নয়।

ভালোবাসা মানে
বিশ্বাস দৃঢ় বিশ্বাস
ভালোবাসা মানে
দিন গেলে বাড়ি ফেরা
ভালোবাসা মানে
কারো শূন্যতা অনুভব করা
ছটফট করা।

ভালোবাসা মানে
মন্ত্রমুগ্ধের মত দৃষ্টি নিক্ষেপও নয়,
আকর্ষণ নয়,
বিকর্ষণ নয়
কথায় কথায় বলবো ভালোবাসি,
সেটাও নয়।

বরং
ভালোবাসা মানে শ্রদ্ধা,
ভালোবাসা মানে একজন
আরেকজনের প্রতি সম্মান,
অপদস্ত নয়,
অসভ্যতা নয়।

ভালোবাসা মানে বিশ্বাস
দু’জন দু’জনের প্রতি।
তবে অন্ধ বিশ্বাস নয়।

তবে ভালোবাসা মানে
অন্তরের অন্তস্থল থেকে বিশ্বাস
যে বিশ্বাস ভাঙ্গে না,
মচকে যায় না

অটুট থাকে
হৃদয়ের আবদ্ধতায়
একে অন্যের জন্য,
একে অপরের জন্য।

পথ প্রদর্শক হয়ে
অস্তিত্বহীন মানুষকে
অস্তিত্বের অনুভূতি দান করে।
এটাই ভালোবাসা,
এরই নাম ভালোবাসা।

1 thought on “ভালোবাসা

মন্তব্য প্রধান বন্ধ আছে।