ভুলে আছ জেনে শোকপাখি পরানের ভেতর হাঁটে-
একটা সমাধিস্থ রাগের স্থলে প্রার্থনার এলাচি বাগান
গোপন ব্যথার নীল শিস দেয়-দীর্ঘজীবী হও-সোনা;
এই ভেবে সেখানে চূড়ান্ত সহ্য অতিক্রম করে যাচ্ছে
খুব গহিনে, সমাধির পাশে ট্রাকভর্তি গোলাপের স্নানঘর!
1 thought on “রাগ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুন্দর কবিতায় শুভ কামনা প্রিয় কবি মি. টিপু সুলতান।