বয়ে যায় অমরত্তের পথে

29323

যে আপনার
সে ছেড়ে যেতে চাইলেও
রয়ে যাবে;

যা আপনার
তা ঠিকই রয়ে যাবে
সোনালী রোদ্দুরের মত.’
রয়ে যাবে অস্তিত্বের রোম কূপে,
রয়ে যাবে অশান্ত দিনের পরেও
মৃত্যুর দোরগোড়ায় থেকে
অথবা তারপর।

রয়ে যাবে
নক্ষত্রের মতোই জ্বলজ্বল করে
শত বাধা বিপত্তি পেরিয়ে
রয়ে যাবে হৃদয়ের মনিকোঠায়
ঝকঝকে চকচকে উজ্জ্বল হয়ে।

ভেঙ্গে যেতে চাইলেও
রয়ে যাবে, রয়ে যাবে
ফুলের মত পবিত্র’
রয়ে যাবে হাজার বছর।

হয়তো তাজমহল নয়
প্রেম রয়ে যায়
ভালোবাসা রয়ে যায়
কিছু কথা রয়ে যায়
কিছু স্মৃতি রয়ে যায়।

রয়ে যায় মহানদীর পথ বয়ে
সাগর হতে মহাসাগরের পথে
হয়তো এভাবেই লেখা হয়
প্রেমের যাত্রা
বয়ে যায় অমরত্তের পথে।

কিছু জীবন লেখা হয় বইয়ের পাতায়
পৃষ্ঠার পড়তে পড়তে
লেখা হয় জীবনের গল্প
কিছু জীবন এভাবেই বেঁচে থাকে
পৃথিবীর এই পথে
যেখানে কেউ পায় ভালোবাসা
আর পায় ঘৃণা।

1 thought on “বয়ে যায় অমরত্তের পথে

  1. কিছু জীবন লেখা হয় বইয়ের পাতায়
    পৃষ্ঠার পড়তে পড়তে …  লেখা হয় জীবনের গল্প। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।