চেনা পথও সময়ের সাথে যায় হারিয়ে

চেনা পথে পা বাড়াতেই থেমে যাই, এ পথ আর আমায় নয়
অচেনা পথগুলো এবার হবে আপন, আর আপন করতেই মনে ভয়;
আপন হয়ে রয় না কিছু,
কী আছে সম্মুখে, ভবিষ্যত তো অনায়াসে নেয় পিছু।

ভালো মন্দ যাই হোক একটা কিছু হয়তো অপেক্ষায়
অচেনা পথেই বাড়াতে হবে পা, সময় থাকুক উপেক্ষায়
অচেনা মানুষগুলো মেনে নেবে আমায়? কে জানে,
তবুও আমায় ছুটতে হবে নতুন পথে, নতুনত্বের সন্ধানে।

কেমন যেন চেনা পথ ছেড়ে গেলেই বুকে কষ্টের মোচড়,
কেমন যেন চেনা মানুষগুলোর সাথে হবে না আর কথা
বুকে ব্যথার আঁচর;
নতুন করে আপন করতে গিয়ে কেউ আমায় করবে তুচ্ছতাচ্ছিল্য
জানি না কে করবে মনে মনে অপমান কে বা দেবে মূল্য।

সময়গুলো তো আর থাকবে না থেমে
অচেনা জায়গায় একদিন বসবো আসন গেঁড়ে….
সুখ অথবা দুঃখ আসুক নেমে
আমি চাই না অচেনাতে গিয়ে যাই হেরে।

যা যায় হারিয়ে, তা আর যায় না পাওয়া ফিরে,
কিছু অবসাদ ধরলো এবেলা আমায় ঘিরে,
যেখানেই যাবো……দীর্ঘশ্বাসগুলো ফেলবো চুপিসারে
অচেনা মানুষ পাশে আহা সুখ দুঃখ আর বলবো কারে।

একদিন অচেনা পথও হবে চেনা, অচেনা মানুষগুলো হবে আপন;
তাদের নিয়েই হরদম হবে সুখে অথবা কষ্টে জীবন যাপন
মেনে নিতেই হয়, মেনে নেব ইনশাআল্লাহ,
চাই নতুন স্থানে আল্লাহ হন যেন সহায়।

2 thoughts on “চেনা পথও সময়ের সাথে যায় হারিয়ে

  1. একদিন অচেনা পথও হবে চেনা, অচেনা মানুষগুলো হবে আপন;
    তাদের নিয়েই হরদম হবে সুখে অথবা কষ্টে জীবন যাপন
    মেনে নিতেই হয়, মেনে নেব ইনশাআল্লাহ,
    চাই নতুন স্থানে আল্লাহ হন যেন সহায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।