মুজিব-বন্দনা

মুজিব মানে জাতির পিতা –
বন্ধু বাঙালীর,
আপোষবিহীন
বিদ্রোহী এক বীর।
মুজিব মানে বাংলাদেশের
চিরসবুজ নেতা,
স্বদেশপ্রেমিক –
জন্ম স্বাধীনচেতা।

মুজিব মানে মায়ের হাসি-
বাবার ভালবাসা,
ভাইয়ের -বোনের
স্বপ্ন-আলো-আশা।
মুজিব মানে বাঁচতে শেখা –
চলতে শেখা পথ,
ভালবেসে
মরার সাহস সৎ।

মুজিব মানে জল থৈ থৈ
নদীর কলতান,
দোয়েল-শ্যামা
হাজার পাখির গান।
মুজিব মানে সবুজ-শ্যামল
বাংলাদেশের মাঠ,
শাপলা-ঝিল আর
পদ্মদিঘির ঘাট।

মুজিব মানে শারদ-রাতের
চাঁদের মধুর হাসি,
কবির কলম –
কাব্য-ছড়ার রাশি।
মুজিব মানে কৃষাণবধুর
নকসি করা কাঁথা,
বটের ছায়ায় প্রাণের
বিছান পাতা।

মুজিব মানে সবুজ বুকে
লাল সুরুজের মুখ,
পাখির ডানায়
সার্বভৌম সুখ।
মুজিব মানে বাংলাভাষা-
মুক্তগলার গান,
চিরঞ্জীবী
মৃত্যুহীন এক প্রাণ।

মুজিব মানে আঁধার শেষে
ভোরাই আলোর রবি,
মুজিব ছাড়া যায় না আঁকা
বাংলাদেশের ছবি।

শংকর দেবনাথ সম্পর্কে

শংকর দেবনাথ জন্মঃ ২১ অক্টোবর, ১৯৭৪ প্রকাশিত গ্রন্থ - কবিতার বইঃ ১) আত্মহনন অথবা মৈথুন ২) শিয়রে নীলাভ জ্বর ৩) পরকীয়া ঘুম ছড়ার বইঃ ১) দুধমাখা ভাত ২) টক ঝাল তেতো কড়া ৩) ফাটকা কথার টাটকা ছড়া ৪) লাগ ভেল্কি লাগ ৫) রসে কষে ভরা প্রবাদের ছড়া গল্পগ্রন্থঃ ১) দুই শালিকের গল্প ২) গাছের জন্মদিন পিডিএফ ছড়ার বই: ১. ফাটকা কথার টাটকা ছড়া ২. সুজন পাখির কূজন ৩. অথৈ প্রাণের ধারা ৪. ছন্দ মাতে বন্দনাতে ৫. কিম্ভুতকিমাকার ৬. অপ্রচলিত ছড়া ৭. আমার সুকুমার ৮. প্রাণের ঠাকুর ৯. গাছপাগলের পদ্য ১০. ছড়ায় পড়া ১১. শব্দ নিয়ে মজা ১২. ভূত আছে ভূত নেই ১৩) ঠাকুরদাদার বউ ১৪) তাই রে না না ১৫) খুশি মনে পুষি ছড়া ১৬) স্বরবর্ণের ঘর সম্পাদিত পত্রিকাঃ ছোটদের ভোরের পাখি ভেল্কি ছড়াপত্র ঠোঁটকাটা মাসিক ছড়াপত্রিকা পুরষ্কার ও সম্মাননাঃ ১। নিখিলবঙ্গ শিশুসাহিত্য সংসদ প্রদত্ত " কবি কৃত্তিবাস সম্মাননা" -২০১৮ ২। দীনবন্ধু রাখালদাস বিভূতি বিনয় একাডেমি প্রদত্ত " কবি যোগীন্দ্রনাথ সরকার সাহিত্য সম্মান -২০১৯

4 thoughts on “মুজিব-বন্দনা

  1. মুজিব মানে বাংলাভাষা- মুক্তগলার গান,
    চিরঞ্জীবী… মৃত্যুহীন এক প্রাণ।

  2. মুজিব মানে সীমাহীন আত্মা। ইশ্বর তাঁকে স্বর্গবাসী করুন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।