সরল-সাদা পরাণদাদা
লোকটি বড় ভালো,
মনের ভেতর বনের সবুজ।
নেই কোনো প্যাঁচ-কালো।
অভাব আছে। স্বভাবজাত
মিষ্টি হাসি ঠোঁটে।
মানুষ পেলে হুঁশ থাকে না।
কথার তুফান ছোটে।
দিন কেটে যায় খেটেখেটে
ফসল ক্ষেতে-ক্ষেতে।
কাজের শেষে সাঁঝের পরে
গল্পে ওঠেন মেতে।
রাত্রি আসে মাতৃরূপে।
পরাণদাদা শুয়ে-
বুকের মাঠে স্বপ্ন-সুখের
রূপকথা দেন রুয়ে।
পরাণদাদা চরিত্রটিও ধীরে ধীরে খুব কাছের মনে হচ্ছে কবি শংকর দেবনাথ।
এটা আমার একটা সিরিজছড়া।
সুন্দর পদ্য হয়েছে কবি শংকর দা।
ধন্যবাদ আর শুভেচ্ছা
চমৎকার কবি শংকর দেবনাথ। পছন্দ করলাম লিখাটি।
শুভকামনা সহ ধন্যবাদ
সরল-সাদা পরাণদাদা
লোকটি বড় ভালো,
মনের ভেতর বনের সবুজ।
নেই কোনো প্যাঁচ-কালো।———-( সাদা মনের মানুষ)
অভাব আছে। স্বভাবজাত
মিষ্টি হাসি ঠোঁটে।
মানুষ পেলে হুঁশ থাকে না।
কথার তুফান ছোটে।………….( সময়ের রাজনীতিবিদ)
দিন কেটে যায় খেটেখেটে
ফসল ক্ষেতে-ক্ষেতে।
কাজের শেষে সাঁঝের পরে
গল্পে ওঠেন মেতে।…………. ( আমাদের প্র্রানপ্রিয় কৃষক সমাজ)
রাত্রি আসে মাতৃরূপে।
পরাণদাদা শুয়ে-
বুকের মাঠে স্বপ্ন-সুখের
রূপকথা দেন রুয়ে। (স্বপ্ন বোনা বর্তমান সাধারন মানুষ, কিন্তু সুশীল না)
অনেক ভালো লাগলো।

স্তবকে স্তবকে অসাধারন বিশ্লেষণ। এত ভেবে কিন্তু আমি লিখি নি। সকৃতজ্ঞ ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।
* অসাধারণ! মুগ্ধতা অশেষ…
ধন্যবাদ আর শুভকামনা


