সকল জীবন ধকলবিহীন
নকলবিহীন সুখে-
শান্তিতে থাক ক্লান্তিবিহীন
ভ্রান্তিবিহীন বুকে।
ফুল ফুটুক আর ডাকুক পাখি
মাখুক আঁখি আলো,
ঘৃণার ঘরে বীণার স্বরে
মুছুক মনের কালো।
কেউ না যেন দুঃখে থাকে
রুক্ষে থাকে একা-
ইচ্ছে ছড়াই ছড়ায় ছড়ায়-
গন্ধে জড়াই লেখা।
শুভ হোক বাংলা নববর্ষ কবি শংকর দেবনাথ।
নববর্ষের শুভেচ্ছা আপনাকেও।
বৈশাখী শুভেচ্ছা
আপনার নতুন বছর শুরু হোক
নতুন আলোয় নতুন আশায়
শুভ নববর্ষ
১৪২৬ বাংলা
নববর্ষ কবি।
নববর্ষের শুভেচ্ছা কবি দা।