মোরগ বলে – মুরগী তোমার
ভালবাসার দামই-
দেবার জন্যে সকলকিছুই
করতে পারি আমি।
সবই পারো ? – মুরগী বলে
দুইটি ডানা ঝেড়ে-
আমার জন্য একখানা ডিম
দেখাও দেখি পেড়ে।
মোরগ বলে – মুরগী তোমার
ভালবাসার দামই-
দেবার জন্যে সকলকিছুই
করতে পারি আমি।
সবই পারো ? – মুরগী বলে
দুইটি ডানা ঝেড়ে-
আমার জন্য একখানা ডিম
দেখাও দেখি পেড়ে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভেচ্ছা ও শুভকামনা।
ভালো থাকবেন প্রিয়কবি।
ধন্যবাদ। শুভকামনা।
পদ্য উপহারের জন্য শুভেচ্ছা কবি মি. শংকর দেবনাথ।
ধন্যবাদ
হে হে হে
ধন্যবাদ
অনেকদিন পর আপনার ছড়া পদ্য পড়লাম কবি শংকর দা।
ধন্যবাদ
হে,,,হে,,,হে,,,,,,,দেশী ডিম গরম পানিকে হালকা ভয়েল করে কুসুমের মাঝখানে লবন ছিটিয়ে খাওয়ার কি যে স্বাদ। আহ্ অমৃত। কবি মনে হয় অনেক রসিক মানুষ।
ধন্যবাদ।