অথঃ স্বামি স্ত্রী কথনম

স্ত্রীঃ
ভাল্লাগে না নারীজনম
দেয় না তো কেউ দামই,
ইচ্ছে মনে পরের জন্মে
পুরুষ হবো আমি।

স্বামিঃ
পুরুষ হয়ে জন্মাবো আর
নই তো তেমন বোকা,
ইচ্ছে আছে পরের বারে
হবোই তেলাপোকা।

স্ত্রীঃ
এত সাধের মানব জনম
ছেড়ে দিয়েই সোজা,
তেলাপোকা হওয়ার কারণ
যাচ্ছে না ঠিক বোঝা।

স্বামিঃ
বলছি কারণ, তোমার যখন
শোনার এত তাড়া,
পাও না তো ভয় কাউকে তুমি
ওই পোকাটা ছাড়া।

শংকর দেবনাথ সম্পর্কে

শংকর দেবনাথ জন্মঃ ২১ অক্টোবর, ১৯৭৪ প্রকাশিত গ্রন্থ - কবিতার বইঃ ১) আত্মহনন অথবা মৈথুন ২) শিয়রে নীলাভ জ্বর ৩) পরকীয়া ঘুম ছড়ার বইঃ ১) দুধমাখা ভাত ২) টক ঝাল তেতো কড়া ৩) ফাটকা কথার টাটকা ছড়া ৪) লাগ ভেল্কি লাগ ৫) রসে কষে ভরা প্রবাদের ছড়া গল্পগ্রন্থঃ ১) দুই শালিকের গল্প ২) গাছের জন্মদিন পিডিএফ ছড়ার বই: ১. ফাটকা কথার টাটকা ছড়া ২. সুজন পাখির কূজন ৩. অথৈ প্রাণের ধারা ৪. ছন্দ মাতে বন্দনাতে ৫. কিম্ভুতকিমাকার ৬. অপ্রচলিত ছড়া ৭. আমার সুকুমার ৮. প্রাণের ঠাকুর ৯. গাছপাগলের পদ্য ১০. ছড়ায় পড়া ১১. শব্দ নিয়ে মজা ১২. ভূত আছে ভূত নেই ১৩) ঠাকুরদাদার বউ ১৪) তাই রে না না ১৫) খুশি মনে পুষি ছড়া ১৬) স্বরবর্ণের ঘর সম্পাদিত পত্রিকাঃ ছোটদের ভোরের পাখি ভেল্কি ছড়াপত্র ঠোঁটকাটা মাসিক ছড়াপত্রিকা পুরষ্কার ও সম্মাননাঃ ১। নিখিলবঙ্গ শিশুসাহিত্য সংসদ প্রদত্ত " কবি কৃত্তিবাস সম্মাননা" -২০১৮ ২। দীনবন্ধু রাখালদাস বিভূতি বিনয় একাডেমি প্রদত্ত " কবি যোগীন্দ্রনাথ সরকার সাহিত্য সম্মান -২০১৯

16 thoughts on “অথঃ স্বামি স্ত্রী কথনম

  1. নজরুলের চোখে স্বামী স্ত্রীঃ     

     স্ত্রী ||  এই গাধার খাটুনীর চেয়ে অনেক ভালো দাদার বাড়ী |
         
    পু  ||   এই নারীর শাড়ির চেয়ে —–ভালো ভোজপুরীদের দাড়ি ||
         
    স্ত্রী ||   সোয়ামী নয় —–তাড়া করে মানুষ রূপী মোষে,
         
    পু  ||  নারী নয় —- হুকুম জারির হাকিম যেন বসে !
    উভয়ে  ||   রাত্রে চোখের জল ফেলনা দিনে করে আড়ি ||
         
    স্ত্রী ||   হদ্দ য়ে মলুম মাগো মদ্দ বিয়ে করে
          পু ||  ধাড়ী মেয়ে বিয়ে করে নাড়ী গেল ড়ে |
    উভয়ে  ||  ( বেশী ) কো না—-হাটের মাঝে ভেঙে দেবো হাঁড়ি ||
          
    স্ত্রী ||   সোয়ামী যদি বল্ তে হয় আমার বড় দাদা,
         
    পু  ||   বল্ তে হয় বলো  আমার নাইকো কোন বাধা |
    ঊভয়ে  ||    শুইগে ঘরে দুয়ার দিয়ে আর বকতে নারি  ||

    প্রাসঙ্গিক মনে করে নজরুলের হাসির গান থেকে উদ্ধৃত করলাম। 

    শুভেচ্ছা নেবেন প্রিয় শংকর দা। 
     

  2. বাহ্ লেখাটি আমার পড়া ছিল না। ধন্যবাদ। ভাল থাকুন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।