কবিতা আসে না- ছড়াও হাসে না
শব্দ মরছে গুমরে,
খন্দ-খানায় ছন্দরা পড়ে
যাচ্ছে মুচড়ে দুমড়ে।
ড্যাবডেবে চোখে ভাব চেয়ে থাকে।
হাবভাব ভয়ে আর্ত,
বিষয় কোথায়? বিষের সোঁতায়
খাবি খায় বারবার তো।
স্বস্তি নাস্তি। অস্থির বুকে
সব হারানোর স’ন্দ,
পর্ণশালায় বর্ণমালার
দু’চোখ বুঝিবা অন্ধ।
তরাসে ভরা সে জীবনযাপণ
কাঁপন বাক্যবন্ধে,
কবিতা আসে না – ছড়াও হাসে না
নিটোল ছন্দে-গন্ধে।
সুন্দর ছন্দ মিলের কবিতা।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
তারপরও তো লেখা ভালো হয়েছে শংকর দা।
শুভেচ্ছা কবি দা।
তরাসে ভরা সে জীবনযাপণ
কাঁপন বাক্যবন্ধে,
কবিতা আসে না – ছড়াও হাসে না
নিটোল ছন্দে-গন্ধে।