পেঁয়াজ একাই দেড়শো এখন
কে আজ ছোঁবে তাকে,
রাজার বেশে বাজারে সে
দেমাগ নিয়েই থাকে।
মাংসাশীদের দুঃখটা ঢের
ভাত রোচে না কারো,
মুরগী-খাসির মুখে হাসি
বাঁচবে ক’দিন আরো।
পেঁয়াজ একাই দেড়শো এখন
কে আজ ছোঁবে তাকে,
রাজার বেশে বাজারে সে
দেমাগ নিয়েই থাকে।
মাংসাশীদের দুঃখটা ঢের
ভাত রোচে না কারো,
মুরগী-খাসির মুখে হাসি
বাঁচবে ক’দিন আরো।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সত্য এবং সুন্দর পদ্য। ধন্যবাদ মি. শংকর দেবনাথ।
বাংলাদেশে পেঁয়াজের বাজার কোথাও কোথাও এখনও ২৫০ টাকা। পেঁয়াজ এর দেমাগ সত্যিই বেড়েছে কবি।
পেঁয়াজের তেজ বেশী। বিশেষ করে মাংসাশীদের দুঃখটা ঢের বেশী।
পেঁয়াজ একাই দেড়শো।
কবি দাদা ঠিক বলেছেন।
পেঁয়াজ একাই দেড়শো।
* সুন্দর প্রকাশ….
খুব ভালো লাগলো।
সবার জন্য শুভকামনা।