দিল্লি ঘুরে বিল্লি যখন
আসলো ফিরে বঙ্গে,
মোরগপানা মুখখানা সে
আনলো করে সঙ্গে।
ম্যাঁও ভুলে সে দু’ঠোট খুলে
জোরসে ডাকে কুঁক্কুঁ,
ও’রোগ দেখে মোরগ-বিড়াল
কেবল করে দুক্ষু।
দিল্লি ঘুরে বিল্লি যখন
আসলো ফিরে বঙ্গে,
মোরগপানা মুখখানা সে
আনলো করে সঙ্গে।
ম্যাঁও ভুলে সে দু’ঠোট খুলে
জোরসে ডাকে কুঁক্কুঁ,
ও’রোগ দেখে মোরগ-বিড়াল
কেবল করে দুক্ষু।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সংলাপ এবং ইমেজ এর কম্বিনেশন অসাধারণ হয়েছে মি. শংকর দেবনাথ।
হাহাহা কবি দা। দারুণ মজার ছড়া। সহজ কথা গুলো আমার ছেলেকে শেখাবো।
সুন্দর।
মজার ছড়া কবি শংকর দা। ভালোবাসা রইলো।
সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।
পড়া হলো। পদ্য পড়লে মন ভালো থাকে।
সবাই শুভেচ্ছা