শীতের পদ্য

শীতের পদ্য লিখব অদ্য
ইচ্ছে দিচ্ছে তাড়া,
কিন্তু কী লিখি? শুধু চারদিকই
কু-আশার কুয়াশারা।

ভাব জড়োসড়ো কাঁপে থরোথরো
ওম খোঁজে একটুকু,
হিমে যেন শব শব্দ নীরব
মুখখানা দুখুদুখু।

লেপের তলায় ছন্দরা হায়
শুয়ে আছে জবুথবু,
খাতাপেন হাতে এই শীতরাতে
পদ্য লিখবো তবু!

শাল দিয়ে মুড়ি সহসা কে বুড়ি
দাঁড়ায় সামনে এসে,
থালাভরা পিঠে তার হাতটিতে
বলে হেসে ভালবেসে-

যতখুশি খা না, আরো আছে নানা
খাবার আমার কাছে,
খেজুরের রস ভাঁড় পাঁচ-দশ
নলেনের গুড়ও আছে।

মজা করে খাবি তবেই তো পাবি
শীতের আমেজখানা,
ছন্দ নাচবে ভাবেরা হাসবে
আসবে শব্দ নানা।

লিখবি তখন যতখুশি মন
শীতের পদ্য-ছড়া,
এইকথা বলে বুড়ি যায় চলে
বাইরে বেরিয়ে ত্বরা।

পিঠেপুলি দেখে জিভে লালা মেখে
ছন্দ ভাব ও ভাষা,
শীতটিত ভুলে নাচে হেলে দুলে
আহা মরি খাসা খাসা!

খেয়ে পিঠেপুলি ডায়রিটা খুলি।
ভাব হাসে ফিকফিকই,
ছন্দে গন্ধে পরমানন্দে
শীতের পদ্য লিখি।

শংকর দেবনাথ সম্পর্কে

শংকর দেবনাথ জন্মঃ ২১ অক্টোবর, ১৯৭৪ প্রকাশিত গ্রন্থ - কবিতার বইঃ ১) আত্মহনন অথবা মৈথুন ২) শিয়রে নীলাভ জ্বর ৩) পরকীয়া ঘুম ছড়ার বইঃ ১) দুধমাখা ভাত ২) টক ঝাল তেতো কড়া ৩) ফাটকা কথার টাটকা ছড়া ৪) লাগ ভেল্কি লাগ ৫) রসে কষে ভরা প্রবাদের ছড়া গল্পগ্রন্থঃ ১) দুই শালিকের গল্প ২) গাছের জন্মদিন পিডিএফ ছড়ার বই: ১. ফাটকা কথার টাটকা ছড়া ২. সুজন পাখির কূজন ৩. অথৈ প্রাণের ধারা ৪. ছন্দ মাতে বন্দনাতে ৫. কিম্ভুতকিমাকার ৬. অপ্রচলিত ছড়া ৭. আমার সুকুমার ৮. প্রাণের ঠাকুর ৯. গাছপাগলের পদ্য ১০. ছড়ায় পড়া ১১. শব্দ নিয়ে মজা ১২. ভূত আছে ভূত নেই ১৩) ঠাকুরদাদার বউ ১৪) তাই রে না না ১৫) খুশি মনে পুষি ছড়া ১৬) স্বরবর্ণের ঘর সম্পাদিত পত্রিকাঃ ছোটদের ভোরের পাখি ভেল্কি ছড়াপত্র ঠোঁটকাটা মাসিক ছড়াপত্রিকা পুরষ্কার ও সম্মাননাঃ ১। নিখিলবঙ্গ শিশুসাহিত্য সংসদ প্রদত্ত " কবি কৃত্তিবাস সম্মাননা" -২০১৮ ২। দীনবন্ধু রাখালদাস বিভূতি বিনয় একাডেমি প্রদত্ত " কবি যোগীন্দ্রনাথ সরকার সাহিত্য সম্মান -২০১৯

5 thoughts on “শীতের পদ্য

  1. সুন্দর কাব্যভাবনায় লেখা পদ্য কবিতা
    ছন্দ অসাধারণ। বিষয় বস্তু খুবই ভালো।

    কাব্যিকতায় মুগ্ধ হলাম
    জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।