ইচ্ছেমতন ঘুরবো এবং
উড়বো পাখির মত,
পুড়বো একা
জ্বালিয়ে আপন ক্ষত।
কিন্তু আমি নইতো স্বাধীন
বাঁধহীনও নই মোটে,
ফিরতে হবে
সেই পরাধীন গোঠে।
পথ চেয়ে মা থাকেন চেয়ে
আঁকেন চোখে আলোই,
ফিরবে বাড়ি
ছেলে ভালোয় ভালোয়।
রোগশয্যায় শুয়ে বাবাও
বোজেন না দুই আঁখি,
খোঁজেন শুধু-
খোকন, এলি নাকি?
ছোট্টবোনের মনের কোণেও
কোন সে চপলতা?
ফিরলে বাড়ি
শান্ত মধুরতা।
কাজের ফাঁকে বউয়ের মনও
ক্ষণ গুনে যায় শুধু,
নেই কাছে সেই
জন্যে কি বুক ধুধু?
পড়ার মাঝে ছেলেও থাকে
মেলে চোখ আর কানও,
মনখানা তার
করছে যে আনচানও।
এমনি করে টানছে সবাই
বাঁধছে আমায় ডোরে,
একটুও নই
স্বাধীন আমি ওরে।
ঘুড়ির মত উড়ছি আমি
ঘুরছি বায়ুভরে,
লাটাই হাতে
ঘর বসে রয় ঘরে।
জীবনখানা নয় তো স্বাধীন
স্বাদহীন নয় তাতে,
বন্দি থাকি
ভালবাসার হাতে।
ভালো থাকুন নিরাপদ থাকুন … পরিশেষ এই শুভকামনা কবি শংকর দেবনাথ।
ধন্যবাদ প্রিয় অগ্রজ।
Excellent
ধন্যবাদ। শুভেচ্ছা।
সত্যি জীবনটা স্বাধীন নয়! এখনো তো পরের অধীনে কাজ করে দিনাতিপাত করছি। পরের কথামতো উঠছি, বসছি, কাজ করছি। পরের কথামত চলছি। আমি পরাধীন।
শুুুভকামনা থাকলো।
ধন্যবাদ আন্তরিক
তবুও আমরা স্বাধীন কবি দা
শুভকামনা সতত।
সুন্দর লিখেছেন প্রিয়……….