সবার কাছে অধিক চেয়ে
ভোগ করো অন্ন,
অন্যের মুখে অন্ন দিতে
নিজে করো কার্পণ্য।
নিজের চাওয়া পূর্ণ করতে
করো কতো ছল!
অন্যের চাওয়া দেখোনা তুমি
আঁখি ভরা জল!
বুঝি আমি সবি বুঝি
তোমার সেই ছলনা!
অন্যের আঁখিতে জল দেখে
হৃদয় ভেদ করেনা!
তোমার স্বপ্নের গুরুত্ব দিয়ে
ভাসিয়েছ ওই ভেলা,
অন্যের স্বপ্ন গুরুত্বহীন ভেবে
কত না তোমার হেলা।
বুঝি আমি সবি বুঝি
তোমার এই ছলনা!
অন্যের হাঁসি খুশী দেখে
সহ্য তোমার হয় না!
কি লাভ তোমার এমন করে
ফিরে এবার চাও,
মানুষ হয়ে মানুষের কাছে
ভালোবাসা নিয়ে যাও।
অন্যের স্বপ্নের দাম দিয়ে
দাও তুমি আশা,
পেতে নয়—দিতে চাও
তবেই পাবে ভালোবাসা।
অসাধার ছড়া শুভ হোক ছড়াকার
শুকরিয়া।
শুভেচ্ছা জানবেন
ছড়া পদ্যতে আমি যে সহজ অনুভূতি পাই তা অন্য লিখাতে পাইনা।
ধন্যবাদ এবং শুভেচ্ছা কবি মোঃ সাহারাজ হোসেন।
অন্যের স্বপ্নের দাম দিয়ে
দাও তুমি আশা,
পেতে নয়—দিতে চাও
তবেই পাবে ভালোবাসা।
ভালো হয়েছে /
শুভেচ্ছা প্রিয় সাহারাজ ভাই….কবিতাটি পড়লাম।
ভালো লিখেছেন।