বাবা— আজ থেকে কথা দিলাম
হবো না আর অবাধ্য,
তোমার খোকা তোমার নির্দেশে
চলতে হবে বাধ্য।
আর কখনো করবো না তোমায়
বাবে বারে অতিষ্ঠ!
আর কখনো দিবো না তোমায়
হরেক জ্বালাময় কষ্ট!
আর কখনো শুনবে না বাবা
আমার সেই অপকর্মকার!
আর কখনো আসবে না বিচার
তোমার বকাটে খোকার।
বাবা— আজ থেকে কথা দিলাম
হবো আমি আদর্শবান,
তোমার আদর্শে আদর্শিত হয়ে
জনকল্যাণে করবো দান।
সমাজে সুশিক্ষায় শিক্ষিত হয়ে
গড়বো তোমার সুনাম,
জনে জনে বাহবা জানাবে তোমায়
দিবে অনেক দাম।
বাবা— আজ থেকে কথা দিলাম
সন্মান হানি করবো না,
তোমার সন্মান মানি আমার সন্মান
সে কথা কখনো ভুলবো না।
বাবা— আজ থেকে কথা দিলাম
ভুলের পথে যাবো না,
মা- আর তোমার কথায় চলবো
অমান্য কভু করবো না।
ভালো হচ্ছে
”বাবা— আজ থেকে কথা দিলাম
সন্মান হানি করবো না,
তোমার সন্মান মানি আমার সন্মান
সে কথা কখনো ভুলবো না
কথাটা মানি হবে না মনে হয় , আবার একটু দেখে নেবেন।
কথা দিয়েছেন … এবার কথা রাখুন অথবা চেষ্টা করে চলুন।
লিখা সুন্দর হয়েছে কবি মি. মোঃ সাহারাজ হোসেন।