জ্বিহাদ ২

বিশ্ব-জুড়ে শোসিত নিপীড়িত
মজলুম মুসলমান,
আর কতকাল থাকবে চুপ
সইবে অপমান?

সত্য ন্যয়ের যোদ্ধারা দাও এবার
জ্বিহাদের ওই ডাক,
ইন্টারন্যাশনাল টেররিস্ট গোষ্ঠী
হবেই এবার নির্বাক!

এবার জাগার সময় হলো
নিক্ষেপ কর তীর,
সুচীর মতো জানোয়ারগুলো
শেষ হবে উঁচু শীর।

হাতে এবার নাও তলোয়ার
এগিয়ে যাও দুর্বার,
পৃথিবীর সব রাষ্ট্রের বাঁধার প্রাচীর
ভেঙে কর চুরমার।

চল চল বাড়িয়ে মনোবল
জ্বিহাদের ময়দানে,
এবার সত্য মিথ্যার যুদ্ধ হবে
বাতিলের সনে।

জ্বিহাদ যুদ্ধ জ্বিহাদ আন্দোলন
জ্বিহাদ মিথ্যে নয়,
না থাক অস্ত্র না থাক ক্ষমতা
মজলুমানের জ্বিহাদেই আশ্রয়।

জাগো এবার মজলুল মুসলিম
জ্বিহাদে মোদের জয়,
আর নয় নিপীড়িত নিঃশেষিত
জ্বিহাদ চির অক্ষয়।

2 thoughts on “জ্বিহাদ ২

  1. মানুষ মানুষের জন্য। নিপীড়িত মানুষের উপর অত্যাচার দীর্ঘস্থায়ী হয় না। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।