যদি অন্যায়ের বিরুদ্ধাচার না করো
তবে হারাবে অধিকার!
যদি ন্যায় ও সত্যের কথা না বলো
তবে সব অন্ধকার!
যদি বুকে ভয় নিয়ে চলো তুমি
তোমার হবে সর্বনাশ!
যদি মনোবল নিয়ে রুখে দাঁড়াও
তবে তুমি ইতিহাস।
এসো তবে ইতিহাস হয়ে আমরা
ইতিহাস গড়ব আজ,
চড়ই পাখির হুংকারের ভয়েই
পালাবে সব ঈগল-বাজ।
এসো ইতিহাস হই আজ, ইতিহাস।
ভাল লেখা।
অশেষ শুকরান প্রিয়।
* আসুন ইতিহাস হই…

শুভেচ্ছা এবং ভালোবাসা প্রিয়।
স্ব-কণ্ঠ মেলালাম প্রিয় কবি। কেমন আছেন জানি না; আশা করবো ভালো থাকবেন।
সহমতের জন্য শুকরান।
জ্বি আলহামদুলিল্লাহ্ ভালো আছি।
নিজের মধ্যে পরিবর্তন আনাটা এখন জরুরী হয়ে দাঁড়িয়েছে কবি।
জ্বি মেম। ভালোবাসা ও শুভেচ্ছা জানবেন।