প্রেমহীন কবি

কবি- প্রেম কবিতায় পদক পেলেন
প্রেম গেলো কই আজ?
পদক দিয়ে কি হবে, যদি না থাকে
ন্যায়নিষ্ঠার প্রেমময় কাজ!
/
যদি শাসকের ভয়ে চুপটি করে
গাও শাসকের জয়গান!
তবে তুলবে কে জনতার হয়ে
সেই বিপ্লবী স্লোগান?
/
তুমি টাকায় কেনা গোলাম নয়
সত্য রাখবে চেপে,
কেনো সত্য বলতে হিসেব কষো
কথা বলো মেপে?
/
দুর্দিনে-ই বলতে হবে সঠিক কথা
তুলতে হবে আওয়াজ,
কবিতায় যেমন প্রেম তেমন প্রেমে
সাঁজাতে হবে সমাজ।
/
যদি ভয়ে থরথর কাঁপে অন্তর
তবে তুমি নয় বিপ্লবী,
তোমার প্রেম কবিতার পদক বৃথা
তুমি প্রেমহীন কবি!

10 thoughts on “প্রেমহীন কবি

  1. ধন্যবাদ কবি। আপনার আগের পোস্টে পাঠক মন্তব্য জবাবহীন গিয়েছে। শুভ সকাল। :)

    1. সরি! ভাইয়া। আশাকরি এখন এখন থেকে জবাব দেয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ। অনেক অনেক ভালোবাসা আপনার ও শুভকামনা। 

  2. আপনার কবিতা গুলো সুন্দর হয় কবি দা। শুভেচ্ছা নিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. যদি শাসকের ভয়ে চুপটি করে
    গাও শাসকের জয়গান!
    তবে তুলবে কে জনতার হয়ে
    সেই বিপ্লবী স্লোগান?

     

    * সুন্দর…

মন্তব্য প্রধান বন্ধ আছে।