আমার খুব ইচ্ছে করে জালিম হই

আমার খব ইচ্ছে করে জালিম হই!
আর দাঁড়িয়ে থাকা তরতাজা মেহগনি, সেগুন, আকাশমনি সব বৃক্ষগুলো চিবিয়ে চিবিয়ে খাই!
বৃক্ষের বংশ সুদ্ধ খেয়ে একদম নির্বংশ করে দেই!
যেমন করে খায় তিলে তিলে ঘুনপোকা’রা কাঠ,
আমারও তেমন করে ইচ্ছে করে খাই সোনালী সব মাঠ!

নীড়হারা পাখিদের যেমন উড়তে না পারার শোক!
মেঘ যেমন ঢেকে দেয় হঠাৎ যুবকযুবতির সব জ্যোৎস্না! তাদের হাহাকার!
পথ-ভোলা যেমন ফুল ভেবে ভুল করে!…তার সর্বনাশ!
আমার খুব ইচ্ছে করে জালিম হয়ে তাদের ভুল, শোক, কান্না, আরো বাড়িয়ে দেই!
আগুনের সাথে আগুন দিয়ে জ্বালা যন্ত্রণায় মেরে রক্তাক্ত করি!
ঘর বাড়ি লুটপাট করে ছারখার করে দেই সব!

কারণ আজকাল জালিমের খুব বেশি কদর,
যে যতো বেশি পোড়াতে জানে,
যে যতো বেশি রক্ত খেতে জানে,
যে যতো বেশি খেলতে পারে মিথ্যে মায়ার খেলা,
তাকেই আদরে ঘিরে ধরে তার চারিপাশ।
আজকাল আমার খুব ইচ্ছে করে জালিম হই!

14 thoughts on “আমার খুব ইচ্ছে করে জালিম হই

  1. জালিম হতে পারেন কিন্তু ঘুনপোকা বানানটা ঠিক করতে হবে । 

    সততা এবং দয়ার মতো মানবিক গুন মূল্যবান জীবনের জন্য  । জালিম ভিন্ন দিকে সাজা পায় আপাত দৃষ্টিতে ভালো থাকছে দেখা হলেও । 

    ভালো থাকবেন । সুন্দর থাকবেন । 

    1. অশেষ শুকরান। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক।

  2. ঐ ইচ্ছা শুধু আপনার হচ্ছে এমনটা ভাবলে সে হবে এক ভ্রান্ত ভাবনা।

     

  3. নীড়হারা পাখিদের যেমন উড়তে না পারার শোক!
    মেঘ যেমন ঢেকে দেয় হঠাৎ যুবকযুবতির সব জ্যোৎস্না! তাদের হাহাকার!

     

    * শুভ কামনা সবসময়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।