পিছু দেখা

তোমার অমৃত আলোকরশ্মি যখন আমার বোধের
আতশি কাঁচে কেন্দ্রীভূত হলো, তখন ঝুম ঝুম রবে
বয়ে চলা প্রাণের ঝর্ণাধারা থমকে দাঁড়ালো; সেদিন
ইচ্ছে হলো, তোমার এ অমৃত আলোকচ্ছটার উত্তরীয়
জড়িয়ে জীবন চলার অনন্ত পথ পাড়ি দিই।

আচ্ছা, এভাবে তুমি চেতনায় আমাকে না জড়ালেও
তো পারতে, কেন তুমি সেদিন ভালোলাগার শাণিত
ছুরির আঘাতে আমার বোধের মানচিত্র ক্ষতবিক্ষত
করলে! সেই ক্ষত থেকে আজও প্রবাহিত আরক্ত খুন
আমার নব নব অঙ্কুরিত চেতনাকে ভাসিয়ে দিচ্ছে।
আজও আমি রণক্ষেত্রে যুদ্ধাহত এক উন্মাদন সৈনিক;
যার দুর্দমনীয় চেতনার অশ্বের লাগাম তোমার হাতে।

এভাবে কষ্টের আরশিতে কতদিন আর আমাকে
স্বেচ্ছায় বন্দিত্বকে বরণ করে চলতে হবে!

এইচ এম শরীফ সম্পর্কে

হেরো আপন হৃদয়মাঝে বিশ্ব যেন তোমার স্বদেশ|| সৌহার্দ্য হোক বিশ্বজনীন অকৃত্রিম এক হৃদ্যতা' রেশ|| বিশ্বজনীন সৌহার্দ্য মোর অখিল বিশ্বব্যাপী। হৃদয়জুড়ে জেগে আছে হিতৈষী এক ছবি।

6 thoughts on “পিছু দেখা

  1. কবি মন মুক্ত থাকা আবশ্যকীয়। কবিতার জন্য শুভেচ্ছা মি. এইচ এম শরীফ। :)

    1. ভালোবাসার বন্দি খাচাও

      মধুর রুমান্টিকতায় ভরপুর!

       

      শুভেচ্ছা জানবেন আজাদ ভাই।

       

  2. অতীত হচ্ছে যে কোন বিবেকবান মানুষের সবচেয়ে অমূল্য শিক্ষা এবং সখ-অসুখের স্মৃতি। এক জীবনের সম্পদ। 

    1. কারো কারো অতীত আলোকোদ্ভাসিত গৌরভময়, আবার কারোরটা  উলটো…।

       শুভেচ্ছা জানবেন কবিদিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  3. 'আমি রণক্ষেত্রে যুদ্ধাহত এক উন্মাদন সৈনিক;
    যার দুর্দমনীয় চেতনার অশ্বের লাগাম তোমার হাতে।'

    কবি আপনি ভাগ্যবান। কারু লাগাম কখনও কখনও ভালোও লাগে। মন্দ কী !!! :)

  4. মনোআকাশে রুমান্টিক ইচ্ছেপাখীর ভালোবাসার রংছড়ানো…. ভালো তো লাগবেই!…

     

    . .  শুভেচ্ছা জানবেন সৌমিত্রদা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।