ফাগুনের ছড়া

মাঘের শেষে ফাগুন এসে
করছে এ কী খেলা;
প্রকৃতিতে বসিয়েছে
বিচিত্র সব মেলা।

ফাগুন হাওয়া বাণে পাওয়া
ছোট্ট কুঁড়েঘর;
গাছ-গাছালি ভেংগে-চূরে
ভয়ে থর থর।

ধনী-গরিব সবে মিলে
একই গাঁয়ে থাকি;
নবান্নের সব পিঠা-পোলাও
মহানন্দে চাখি।

পাখ-পাখালি’ কলকাকলি
বৃক্ষ-শাখে হাওয়া;
আম শাখাতে মুকুলে’ ঘ্রাণ
মধুর ক্ষণ পাওয়া।

বন-বাদারে ফুলের মেলা
হাওয়ায় মধুর ঘ্রাণ
প্রকৃতির এই চিত্র মেলায়
প্রফুল্ল হয় প্রাণ।

বিশ্ব-স্রষ্টার শ্রেষ্ঠ দান
ষড়-ঋতুর দেশ;
সুখে-দুখে মিলে-মিশে
আছি ভালো বেশ।

এইচ এম শরীফ সম্পর্কে

হেরো আপন হৃদয়মাঝে বিশ্ব যেন তোমার স্বদেশ|| সৌহার্দ্য হোক বিশ্বজনীন অকৃত্রিম এক হৃদ্যতা' রেশ|| বিশ্বজনীন সৌহার্দ্য মোর অখিল বিশ্বব্যাপী। হৃদয়জুড়ে জেগে আছে হিতৈষী এক ছবি।

6 thoughts on “ফাগুনের ছড়া

  1. সিম্পলি বেস্ট ওয়ান। সহজ লিখা সহজ করেই হৃদয়ে স্থান করে নেয়। শুভ সকাল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভ সকাল সুপ্রিয় আজাদ ভাই, সাথে বিনম্র কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন। 

      ভালো থাকুন অনেক অনেক দাদা!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifkiss 

  2. চমৎকার কবিতা প্রিয় কবি শরীফ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. কী এক অসাধারণ শীতল ছায়াময় কবিতা। সুখি হলাম প্রিয় কবি দা। আপনার লেখা আমার ভাল লাগে। :) 

    1. ভালো লাগায় প্রণোদিত হলাম। 

      ভালো থাকুন এই প্রত্যাশা

মন্তব্য প্রধান বন্ধ আছে।