কেবলই একা

নেই, কোন চোখ নেই, দৃষ্টির আদরে জড়াবে উর্বর স্বপ্নের মতো করে,
কোন হাত নেই, লতার মতো করে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকবে আমায়।
এই সব শিশিরের মতো নেই কোন কণ্ঠস্বর, শোনাবে আমায় রাতজাগা গান,
কেবলই অন্ধকার ঘন হয়ে আসে আমার সবটুকু শরীর ছুঁয়ে দিতে।
এখানে হৃদয় কেবলই শূন্য আকাশের মতো মনে হয়, নামেনা কখনো মেঘের জল,
সবটুকু খরা আমাকে জানান দেয়, মরে পরে থাকা শুকনো পাতার মতো এইতো জীবন।
বহুদিন বহুরাত ধরে ঘুমহীনতা আমাকে নিয়েছে কিনে সস্তা দামে,
শুধুই নিঃসঙ্গতা আমাকে কুড়ে কুড়ে খায় অস্থির সময়ের পরতে পরতে।
কেউ নেই, শুধুই একা জুয়াড়ি যাযাবর হয়ে হেঁটে যাই কোন এক বিস্মৃত অতলের দিকে,
এইসব শহর, কোলাহল পাড়ি দিতে দিতে একদিন মুছে যাবো কেবলই একা।।
.
০৬/০১/২০২২

মাসুদুর রহমান (শাওন) সম্পর্কে

মাসুদুর রহমান (শাওন) এর জন্ম ১৯৯৭ সালে, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সবুজে ঘেরা ছায়াঢাকা পঞ্চাশ গ্রামে। পিতার নাম মোঃ মজনু মিয়া, মাতা মোছাঃ খুকুমণি। প্রাথমিক শিক্ষা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, বর্তমানে আনন্দমোহন কলেজ'এ (ময়মনসিংহ) বাংলা সাহিত্যে অনার্সে অধ্যায়নরত। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ছড়া লেখার মাধ্যমে সাহিত্যে প্রবেশ। কবিতা ছাড়াও ছোট গল্প লিখে থাকেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত।

2 thoughts on “কেবলই একা

  1. বহুদিন বহুরাত ধরে ঘুমহীনতা আমাকে নিয়েছে কিনে সস্তা দামে,
    শুধুই নিঃসঙ্গতা আমাকে কুড়ে কুড়ে খায় অস্থির সময়ের পরতে পরতে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।