কত রাত ধরে ভুলে আছো তুমি,
কতদিন তুমি মনে করোনা আমায়।
এভাবে কতটা সময় চলে যাচ্ছে আমাদের,
আমাকে ছাড়া কতটা নির্মল বেঁচে আছো তুমি।
অথচ এইসব রাত এইসব দিন তোমাকে ভেবে,
কতবার একা কেঁদে উঠি নিজের মুখোমুখি।
কত কথা লিখে কেটে দেই কাঁপা কাঁপা হাতে,
অথচ তুমি একবারও জানতে চাওনা কিছু।।
.
২৭/০১/২০২২
ছবিঃ আমার নিজের
6 thoughts on “অথচ তুমি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ভীষণ মুগ্ধকর লেখা, কবিতার স্নিগ্ধতার সুর পেলাম। ভালোবাসা অবিরাম।
ধন্যবাদ…
শুভ কামনা এবং শুভ সকাল প্রিয় কবি।
ধন্যবাদ…
বেশ প্রেমময়—-
ধন্যবাদ…