আমার আমি’র সব টুকু তোদের নাহয় দিয়ে যাবো

আমার দুচোখের দুটি তারা
কখনো অস্থির, কখনো খাপছাড়া
এক তারা আমায় স্বপ্ন দেখায়
অন্য তারা আমায় ভীষণ কাঁদায়
একটি তারা ভাবুক বটে
অন্যটি কলি হয়ে ফোটে।

আমার আদুরে তারাদের ভাবনাতে
আমি কি কখনো থাকি আনমনে
বুকের খুব গহীনে নির্জনে
আমার দুই তারা দারুণ স্বপ্ন বুনে
বেগুনি সে স্বপ্ন যেন সত্যি হয়ে উঠে।

তারাদের মন খারাপে
হৃদয় আমার আকুল কাঁদে
চেনা নেই জানা নেই দেখা নেই
কেন ওরা এমন করে কাছে টানে
আমায় তা ভীষণ ভাবায়
আমায় তা ভীষণ কাঁদায়।

একদিন আমার আমি হারিয়ে যাবো
তারাদের স্বপ্ন হয়ে দিগন্ত ছাড়িয়ে যাবো
আমার আমি’র সব টুকু
তোদের নাহয় দিয়ে যাবো
রাখিস ধরে যত্ন করে।

তোরা কেন জ্বলে উঠিস আমার একার আকাশে
জানি না কেন এত মধুর সুর বাতাসে …
সব শুধু স্রষ্টা জানে, কি আছে স্বপ্নের সেই বাগানে !!

19 thoughts on “আমার আমি’র সব টুকু তোদের নাহয় দিয়ে যাবো

  1. "তারাদের স্বপ্ন হয়ে দিগন্ত ছাড়িয়ে যাবো
    আমার আমি’র সব টুকু …
    তোদের নাহয় দিয়ে যাবো রাখিস ধরে যত্ন করে।"

    সরল এবং সারল্যে সুন্দর লিখেছেন কবি সাজিয়া আফরিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. অনেক ধন্যবাদ আজাদ ভাই। :)

  2. আমার আমি'র সব টুকু তোদের নাহয় দিয়ে যাবো। অসাধারণ কবিবোন সাজিয়া আফরিন। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ কবি সৌমিত্র দা। :)

  3. কবিতায় কবি'র আকুতি সুন্দর ফুটে উঠেছে। শুভকামনা আপনার জন্য। 

    1. ধন্যবাদ সুমন আহমেদ ভাই। :)

  4. কী সুন্দর করেই না আপনি লিখেন। ভালো লাগে পড়তে দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. কবিতাটি পড়তে ভালো লাগলো।

    1. ধন্যবাদ শাকিলা তুবা আপু। :)

  6. তোরা কেন জ্বলে উঠিস আমার একার আকাশে
    জানি না কেন এত মধুর সুর বাতাসে …
    সব শুধু স্রষ্টা জানে, কি আছে স্বপ্নের সেই বাগানে !!

  7. এই কবিতাটা দিয়ে একটা সুন্দর গান হবে। কোন সংগীত শিল্পী যদি এই লিরিকটা পায় তার জন্য বেশ সহজ হবে গানের সুর তুলতে। অসাধারণ লিখেছেন আপা।

    1. আপনার কবিতার কথাগুলোর মত কথা সাধারণত শিল্পী হাবিব ওয়াহিদ এর গানে পাওয়া যায়।

      youtu.be/n-RLxwUwo2A

      এ গানটা শুনে দেখতে পারেন আপা।

      1. খুশি হলাম। ধন্যবাদ ভাই। :)

    1. ধন্যবাদ এই মেঘ এই রোদ্দুর। :)

  8. বাহ খুব সুন্দর কবিতা। অনেক শুভেচ্ছা।

    1. ধন্যবাদ কবি সাইদুর রহমান ভাই। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।