নিঃসঙ্গতা

এখন রাত কাটে একাকী নিঃসঙ্গতায়
চৌদিকে চৈতালি হাওয়া বয়ে যায়
কে বাজায় বাঁশরী বিষন্নতায়?
যেন নিরবে রক্তাক্ত করে আমায়।

আমিতো রাখি না হাত তোমার হাতে
লিখিনা নাম আমার, তোমার সাথে
কোন সৈকতের বালিতে।

ডাকি না সেই প্রিয় নাম ধরে উচ্চস্বরে
প্রতিধ্বনি শুনিবার তরে
কোন নিস্তব্ধ পাহাড়ি উপত্যকা জুড়ে।

দেখিনা স্বপ্ন ঘুমে কিংবা জাগরণে
মাধবী রাতে রুপালী জোৎস্নার বানে
নিজেকে লুটাইতে তোমার আলিঙ্গনে।

এখন শুনি না গান আর বিমুগ্ধ মনে
মন ছুটে যায় সুদূর অতীতের পানে
বন্দী আমি নিঃসঙ্গতার আবরণে।

নাদেরা ফারনাছ সম্পর্কে

নাদেরা ফারনাছ শিমূল জন্ম ৯ ই অক্টোবর রাউজান জেলার ফতেনগর নোয়াজিষপুর গ্রামে। তিনি মরহুম দানবীর আবদুল অদুদ চৌঃ পুত্র মরহুম নজরুল ইসলাম চৌঃ( বাদল) ও মনোয়ারা বেগম দোভাষ (বুড়ী) এর দ্বিতীয় সন্তান।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর দর্শন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৩ সালে ডিপ্লোমা ইন কমপ্লায়েন্স এবং মানব সম্পদ ব্যবস্থাপনার উপর পোস্ট গ্রেজুয়েশন ডিপ্লোমা ও ২০১৭ সালে এল, এল,বি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ১০০% রপ্তানি মুখী পোশাক শিল্প প্রতিষ্ঠানে কর্মরত আছেন এছাড়াও তিনি বর্তমানে চট্টগ্রামে একটি "টয়বক্স" নামক ডে কেয়ার সেণ্টারের তত্ত্বাবধানে দায়িত্বে নিয়োজিত। অবসরে তিনি জনসেবা, ভ্রমণ ও সাহিত্য চর্চা করতে ভালোবাসেন ।

6 thoughts on “নিঃসঙ্গতা

  1. কবিতাটি পড়লাম। শুদ্ধ পরিচ্ছন্ন অনুভবের প্রকাশ। এমন লিখাকে কয়েক বার অথবা মনে মনে অথবা উচ্চারণে আবৃতি করে পড়ার চেষ্টা করা হলে পাঠকমন তুষ্ট হবে আশা করি। শুভেচ্ছা জানবেন কবি নাদেরা ফারনাছ। আপনাদের মতো লেখকদের নিয়মিত পদচারণায় শব্দনীড় থাকুক মুখর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আপনার লেখা ‘নিঃসঙ্গতা’ কবিতাটা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। শুভকামনা থাকলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।