তুমি কি সেই?

তুমি কি সেই….
যাকে ভালোবাসে,আমার ভেতরের আমি।
অনুক্ষণ থাকি স্বপ্নে বিভোর
যার অপেক্ষায় কেটে যায় অষ্টপ্রহর
সে মোর জীবনের চেয়ে দামী
কল্পনায় সঁপেছি মন, স্বাক্ষী অন্তর্যামী।
বল,তুমি কি সেই…
যাকে ভালোবাসে,আমার ভেতরের আমি।

যে আমাকে জানে আমার চেয়ে বেশী
ক্ষমা করে মোরে প্রত্যেহ দিবানিশি,
তারে কহিতে পারি হৃদয়ের ব্যাথা রাশিরাশি
যারে মন বলে ভালোবাসি ভালোবাসি।
যার প্রশস্ত বুকের ‘পরে
বিনিদ্র রাত্রির ক্লান্তি বিষাদ ভুলে
প্রশান্তির পরশ নামে দু’টি আঁখি জুড়ে।
যে মোর হৃদয় সমুদ্র মন্থন করে
হলাহল নেয় নিজ বুকে ধারণ করে।
সে আমার হাসির পেছনে কান্নাকে দেখে
উচ্ছ্বসিত কথা শেষে নীরবতাকে বুঝে
যে অপূর্ণ আমাকে ভালোবাসে।
বল, তুমি কি সেই….
যাকে ভালোবাসে,আমার ভেতরের আমি।

যার চোখে অহর্নিশি পূর্ণিমা দেখি
হিমাচল পাড়ি দিতে হাতে হাত রাখি,
তাকে নিয়ে সুখের সাতরঙা জলছবি আঁকি
গোপনে প্রিয়তম বলে ডাকি।
যার আকাশ জুড়ে আমি থাকি
ভালোবাসি কহিতে না পারিলে ভরে যায় আঁখি।
বল,তুমি কি সেই…
যাকে ভালোবাসে,আমার ভেতরের আমি।

নাদেরা ফারনাছ সম্পর্কে

নাদেরা ফারনাছ শিমূল জন্ম ৯ ই অক্টোবর রাউজান জেলার ফতেনগর নোয়াজিষপুর গ্রামে। তিনি মরহুম দানবীর আবদুল অদুদ চৌঃ পুত্র মরহুম নজরুল ইসলাম চৌঃ( বাদল) ও মনোয়ারা বেগম দোভাষ (বুড়ী) এর দ্বিতীয় সন্তান।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর দর্শন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৩ সালে ডিপ্লোমা ইন কমপ্লায়েন্স এবং মানব সম্পদ ব্যবস্থাপনার উপর পোস্ট গ্রেজুয়েশন ডিপ্লোমা ও ২০১৭ সালে এল, এল,বি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ১০০% রপ্তানি মুখী পোশাক শিল্প প্রতিষ্ঠানে কর্মরত আছেন এছাড়াও তিনি বর্তমানে চট্টগ্রামে একটি "টয়বক্স" নামক ডে কেয়ার সেণ্টারের তত্ত্বাবধানে দায়িত্বে নিয়োজিত। অবসরে তিনি জনসেবা, ভ্রমণ ও সাহিত্য চর্চা করতে ভালোবাসেন ।

3 thoughts on “তুমি কি সেই?

  1. চমৎকার এবং মান সম্মত কবিতা উপহার দিয়েছেন প্রিয় কবি নাদেরা ফারনাছ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।