তুমি কি সেই….
যাকে ভালোবাসে,আমার ভেতরের আমি।
অনুক্ষণ থাকি স্বপ্নে বিভোর
যার অপেক্ষায় কেটে যায় অষ্টপ্রহর
সে মোর জীবনের চেয়ে দামী
কল্পনায় সঁপেছি মন, স্বাক্ষী অন্তর্যামী।
বল,তুমি কি সেই…
যাকে ভালোবাসে,আমার ভেতরের আমি।
–
যে আমাকে জানে আমার চেয়ে বেশী
ক্ষমা করে মোরে প্রত্যেহ দিবানিশি,
তারে কহিতে পারি হৃদয়ের ব্যাথা রাশিরাশি
যারে মন বলে ভালোবাসি ভালোবাসি।
যার প্রশস্ত বুকের ‘পরে
বিনিদ্র রাত্রির ক্লান্তি বিষাদ ভুলে
প্রশান্তির পরশ নামে দু’টি আঁখি জুড়ে।
যে মোর হৃদয় সমুদ্র মন্থন করে
হলাহল নেয় নিজ বুকে ধারণ করে।
সে আমার হাসির পেছনে কান্নাকে দেখে
উচ্ছ্বসিত কথা শেষে নীরবতাকে বুঝে
যে অপূর্ণ আমাকে ভালোবাসে।
বল, তুমি কি সেই….
যাকে ভালোবাসে,আমার ভেতরের আমি।
–
যার চোখে অহর্নিশি পূর্ণিমা দেখি
হিমাচল পাড়ি দিতে হাতে হাত রাখি,
তাকে নিয়ে সুখের সাতরঙা জলছবি আঁকি
গোপনে প্রিয়তম বলে ডাকি।
যার আকাশ জুড়ে আমি থাকি
ভালোবাসি কহিতে না পারিলে ভরে যায় আঁখি।
বল,তুমি কি সেই…
যাকে ভালোবাসে,আমার ভেতরের আমি।
3 thoughts on “তুমি কি সেই?”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চমৎকার এবং মান সম্মত কবিতা উপহার দিয়েছেন প্রিয় কবি নাদেরা ফারনাছ।
চমৎকার ভাবনার প্রকাশ
লেখাটা বেশ ভালো লাগলো
বেশ অনুভূতির প্রকাশ কবি আপু