সম্পর্ক

সম্পর্কগুলোর যত্ন নিতে হয়…….
কিছু সম্পর্ক প্রকৃতিতে মিশে যায়
কিছু সম্পর্ক জন্মগতভাবে হয়,
কিছু সম্পর্ক হয় বিধাতার ইশারায়
কিছু সম্পর্কের মাঝে ভালোবাসা কথা কয়।
কিছু সম্পর্ক উচ্ছ্বাসে প্লাবিত হয়
কিছু সম্পর্ক আলোকিত জ্যোৎস্নায়,
কিছু সম্পর্ক থাকে কবিতার খাতায়
কিছু সম্পর্ক অমর হয়।

সম্পর্কগুলোর যত্ন নিতে হয়………
কিছু সম্পর্কে দুরত্ব তৈরি হয়
কিছু সম্পর্ক ভাঙাগড়া খেলে যায়,
কিছু সম্পর্ক হৃদয় থেকে হারিয়ে যায়
কিছু সম্পর্ক শুধু অশ্রুজলে লেখা হয়।
কিছু সম্পর্কের মাঝে অভিমান অন্তরায়
কিছু সম্পর্ক ভাসে ভুলে ভুল ধারণায়,
কিছু সম্পর্ক ফিরে না পূর্বের জায়গায়
কিছু সম্পর্কে ক্ষমা তাঁর স্থান হারায়।

সম্পর্কগুলোর যত্ন নিতে হয়………
কিছু সম্পর্কে ঈশ্বর রয়
কিছু সম্পর্ক ইতিহাস গাঁথা হয়,
কিছু সম্পর্ক বন্ধুত্বে আবদ্ধ রয়
কিছু সম্পর্কে অবিশ্বাসের বসবাস হয়।
কিছু সম্পর্ক সাম্যের গান গায়
কিছু সম্পর্ক জাগে মুক্তির চেতনায়,
কিছু সম্পর্ক থাকে স্মৃতির পাতায়
কিছু সম্পর্ক স্থির অপেক্ষায়!

সম্পর্কগুলোর যত্ন নিতে হয়
তা নাহলে নোনা জলে হারিয়ে যায়।

নাদেরা ফারনাছ সম্পর্কে

নাদেরা ফারনাছ শিমূল জন্ম ৯ ই অক্টোবর রাউজান জেলার ফতেনগর নোয়াজিষপুর গ্রামে। তিনি মরহুম দানবীর আবদুল অদুদ চৌঃ পুত্র মরহুম নজরুল ইসলাম চৌঃ( বাদল) ও মনোয়ারা বেগম দোভাষ (বুড়ী) এর দ্বিতীয় সন্তান।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর দর্শন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৩ সালে ডিপ্লোমা ইন কমপ্লায়েন্স এবং মানব সম্পদ ব্যবস্থাপনার উপর পোস্ট গ্রেজুয়েশন ডিপ্লোমা ও ২০১৭ সালে এল, এল,বি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ১০০% রপ্তানি মুখী পোশাক শিল্প প্রতিষ্ঠানে কর্মরত আছেন এছাড়াও তিনি বর্তমানে চট্টগ্রামে একটি "টয়বক্স" নামক ডে কেয়ার সেণ্টারের তত্ত্বাবধানে দায়িত্বে নিয়োজিত। অবসরে তিনি জনসেবা, ভ্রমণ ও সাহিত্য চর্চা করতে ভালোবাসেন ।

2 thoughts on “সম্পর্ক

  1. সম্পর্কগুলোর যত্ন নিতে হয়
    তা নাহলে নোনা জলে হারিয়ে যায়।
    __ সঠিক বলেছেন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।