r:ফেরা না ফেরার দোলাচল থেকে আসুন শব্দনীড় চালু করি

sn_logo_newdeeee শব্দনীড়ের প্রতি আপনাদের আগ্রহের জন্য ধন্যবাদ।

shobdoneer.com কে আমরা পুনরায় চালু করার চেষ্টা নিয়েছিলাম। কেননা জরুরী বিষয় যেটা সেখানে সম্পৃক্ত ছিলো সেটা হচ্ছে, বিগত প্রায় ০৭ বৎসরের লিখিত এবং প্রকাশিত সব ব্লগারদের নিবন্ধন এবং লিখা বা খসড়া অংশ সহ মন্তব্য। এবং মিডিয়া। এখন সকল নিবন্ধন, প্রকাশিত পোস্ট, মন্তব্য ব্যতিরেকে shobdonir.com পরীক্ষামূলক পর্যায়ে অবস্থায় রাখা হলো।

সবার জানার অধিকার রয়েছে যে, ভবিষ্যত পরিকল্পনায় আর্থিক বিষয়টি মাথায় রেখে একটি অর্থ ব্যবস্থাপনা কমিটি গড়ে তুলবার চেষ্টা নেয়া হচ্ছিল। হয়ে যায় হয়ে যায় করেও সেটা বেশিদূর আর এগোয়নি। দেই দিচ্ছি’র আশ্বাসেও শব্দনীড় ঠাণ্ডা মাথায় অপেক্ষা করেছে। পারস্পরিক সমঝোতা এবং সবকিছু তেমন অনুকূল হবে কিনা এমন প্রশ্ন যখন তৈরীই হয়ে উঠছিলো তখন দেরি শব্দটি দেরীর দোলাচলে না রেখে পরীক্ষামূলক ভাবে পুনরায় চালু করার মনস্থির করা হলো।

বর্তমান শব্দনীড় সার্ভার এ কি পরিমান চাপ বা চাহিদা সৃষ্টি করে আমরা এখন লক্ষ্য করা শুরু করবো। যদি সম্ভব হয় আমরা নিম্নের কিছু শর্তালোকে শব্দনীড় এর পুরানো সব বন্ধুদের পাশে পেতে চাই। শুধু ব্লগারই নয়; আমরা চাই শব্দনীড় পাঠক, লেখক, শুভাকাঙ্ক্ষী, বিজ্ঞাপনদাতা সকলের সমপৃক্ততা। আপনারা আসুন। আপনারাই শব্দনীড় এর প্রাণ এবং ভবিষ্যত।

এখন যেটা করণীয় :
www

* নতুন করে নিবন্ধন করুন।
নিবন্ধনের পর আপনার প্রোফাইলে ছবি যুক্ত করুন। কেননা ছবি বিহীন কোন আইডি অনুমোদন দেওয়া হবে না। সম্ভব হলে আপনার ফেসবুক আইডি প্রোফাইলে যুক্ত করুন। নিস্কৃয় আইডি সমূহকে আমরা পর্যবেক্ষণে রেখে অসন্তোষজনক মনে হলে মুছে দিতে পারি।

বিশেষ ভাবে মনে রাখুন পূর্ববর্তী shobdoneer.com এর পোষ্ট ,আইডি এখানে সক্রিয় হবে না বা ফিরে পাওয়াও যাবে না। আমরা আপনার জিজ্ঞাসার জবাব বিশেষ করে যারা এখানে নিবন্ধন নেবেন তাদেরটা ছাড়া নিবন্ধনহীন বাকিদের প্রশ্নের জবাব ফেসবুকে দেওয়ার চেষ্টা করবো। shobdonir.com সম্পর্কিত মন্তব্যের জবাব পাওয়া যাবে। অপ্রাসঙ্গিক মন্তব্যের জবাব দেয়া যাবে না। প্রশ্ন বা মন্তব্য অবশ্যই পোষ্ট সংশ্লিষ্ট হতে হবে ।

চলতি প্লাটফর্মটি কয়েকজন সু হৃদের আশ্বাসের ভিত্তিতে চালু করা হলো। পারস্পরিক সম্পর্ক অথবা আর্থিক বিষয়টিও নিয়মিত না থাকলে এই সাইটও কতদিন চালু রাখা সম্ভব হবে সেটাও প্রশ্নের বাইরে নয়। আপনারাই আমাদের বিকল্প এবং একে অন্যের পরিপূরক। আপনাদের অংশগ্রহণে থাকলে আমরা হয়তো নিয়মিত নিরাপদ হতে পারবো। বাকিটা আপনাদের সহযোগীতায়।

পরিশেষে সকলের প্রতি আমার হার্দিক কৃতজ্ঞতা। ভালো থাকুন। আনন্দে থাকুন। সর্বোপরি শব্দনীড় এর সাথে থাকুন। ধন্যবাদ। সবার জন্য শুভকামনায়। …

35 thoughts on “r:ফেরা না ফেরার দোলাচল থেকে আসুন শব্দনীড় চালু করি

  1. শব্দনীড় এর নতুন অগ্রযাত্রাকে সাধুবাদ জানাই। প্রয়োজন ছিলো। চলুক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. অনুভূতিটা অনেকটা হারিয়ে যাওয়া স্বজন খুঁজে পাবার মতন, শব্দনীড় বেঁচে থাকুক আজীবন।

    1. আপনাদের যত্ন থাকলে শব্দনীড় নিশ্চয়ই বেঁচে থাকবে। ধন্যবাদ।

  3. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    অনেকদিন পরে প্রিয় শব্দনীড় কে ফিরে পেয়ে উল্লসিত হলাম। ভালোবাসার শব্দনীড় এগিয়ে চলুক, নিজের আসন প্রতিষ্ঠিত করুক আবার সবার সামনে।
    ধন্যবাদ, প্রীতি ও ভালোবাসা প্রিয় শব্দনীড়। সাহিত্যের অঙ্গনে শুধু নয় মনের অঙ্গনে চিরপ্রতিষ্ঠিত প্রিয় বাসার আসন।

    1. আপনাদের জন্যই শব্দনীড়। ধন্যবাদ সৌমিত্র চক্রবর্তী।

    1. আপনাদের শব্দনীড় নিশ্চয়ই খুশি হবে। ধন্যবাদ আপনাকে।

  4. শব্দনীড় আমার অত্যন্ত প্রিয় ব্লগবাড়ি। ভীষণ আনন্দ হচ্ছে প্রিয় শব্দনীড় আবার ফিরে পেয়ে। এগিয়ে চলুক শব্দনীড় আবার স্বমহিমায়। শব্দনীড়ের যাত্রা শুভ হোক।

    1. আপনাদের উপস্থিতি পেলে শব্দনীড় অনুপ্রাণিত হবে। ধন্যবাদ।

  5. শব্দনীড় সকলে ভালোবাসায় এগিয়ে যাবে সেই আশাবাদ।

    1. আপনাদের শুভকামনা থাকলে শব্দনীড় এগুবে ইনশাল্লাহ।
      ধন্যবাদ সৈয়দ মাজারুল ইসলাম রুবেল।

  6. আবার নীড় বাঁধতে চাই
    শব্দ বুণি নিশব্দ খেলায়।

    শুভ কামনা সবসময়।

  7. প্রিয় শব্দনীড় কে ফিরে পেয়ে ভালো লাগছে। শুভকামনা সবসময়ের জন্য

  8. শব্দনীড়ের সাথে আছি ——।। শুভ কামনা নিরন্তর –।।

  9. প্রিয় নিশাদ এবং মামুন ভাইয়ের কথারই পুনরাবৃত্তি করে বলছি অনেকদিন পর দারাবার মত একটু ঠাই পেলেম! এর মধ্যে আমার জিবনে অনেক কিছু ঘটে গেছে যা ধীরে ধীরে জানাব নিশ্চয়! সুযোগ যখন পেয়েছি।

  10. শব্দনীড়ের প্রয়োজিনিতা অনুভব করেছিলাম যখন বন্ধ ছিলো, শব্দনীড় চালু থাকবে এই আশাবাদ। সামর্থ্য দিয়ে শব্দনীড়ের পাশে থাকার চেষ্টা করতেও ভুলবো না!

    1. এভাবেই শব্দনীড় এর পাশে থাকবেন সেটাই শব্দনীঢ় প্রত্যাশা করে।
      ধন্যবাদ সালজার রহমান সাবু।

মন্তব্য প্রধান বন্ধ আছে।