এই সময়

এই সময়টা ভাণের
রঙকরা কাগুজে ফুল
ভাবখানা খুব ঘ্রাণের।

এই সময়টা মিথ্যার
সাজানো গোছানো কপট
দিনের শেষে জিত তার।

এই সময়টা ঈর্ষার
পরের ভাতে বালি ঢেলে
পায় যে খেতাব ‘বীর স্যার’।

এই সময়টা লোভের
আমার আমার আরো আরো
ধারে না ধার ক্ষোভের।

এই সময়টা পাপের
ন্যায়ের ডিঙি ডুবন্ত হায়
‘সত্য’ ঠেকে শাপের।

7 thoughts on “এই সময়

  1. এই সময়টা পাপের

    ন্যায়ের ডিঙি ডুবন্ত হয়

    সত্য ঠেকে শাপের।

    যথার্থ বলেছেন।

    খুব ভালো লাগলো। 

  2. কবি এখন ক্ষোভে ডুবছে,,,,,,,,,,,,https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    নতুন বছরের ভালোবাসা কবি।

  3. ফ্যান্টাসটিক। স্বাগতম মি. সোহেল আহমেদ পরান। পাশে থাকুন। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।