এই সময়টা ভাণের
রঙকরা কাগুজে ফুল
ভাবখানা খুব ঘ্রাণের।
এই সময়টা মিথ্যার
সাজানো গোছানো কপট
দিনের শেষে জিত তার।
এই সময়টা ঈর্ষার
পরের ভাতে বালি ঢেলে
পায় যে খেতাব ‘বীর স্যার’।
এই সময়টা লোভের
আমার আমার আরো আরো
ধারে না ধার ক্ষোভের।
এই সময়টা পাপের
ন্যায়ের ডিঙি ডুবন্ত হায়
‘সত্য’ ঠেকে শাপের।
এই সময়টা পাপের
ন্যায়ের ডিঙি ডুবন্ত হয়
সত্য ঠেকে শাপের।
যথার্থ বলেছেন।
খুব ভালো লাগলো।
ধন্যবাদ।
শুভেচ্ছা, দাদাভাই।
কবি এখন ক্ষোভে ডুবছে,,,,,,,,,,,,
নতুন বছরের ভালোবাসা কবি।
ভালোবাসা ও শুভেচ্ছা রলো।
ফ্যান্টাসটিক। স্বাগতম মি. সোহেল আহমেদ পরান। পাশে থাকুন। ধন্যবাদ।
ধন্যবাদ
শুভেচ্ছা প্রিয় মুরুব্বী।
স্বাগতম।