ঐহিক

(১)
কোথায় তোমাকে রাখবো হেলেন,
ট্রয় তো গিয়েছে পুড়ে!
আমিও তো এক প্রবাসী আকাশ,
ভাসিনি কি বলো ভিনদেশী রোদ্দুরে!

(২)
হাতে নিতে নিতে উষ্ণতা হারালো,
ব্রাজিলিয়ান ক্যাফেইন!
তুমি বলেছিলে সব প্রেমই নীল জল,
ঠোঁটে ছুলে বিষক্রিয়া হবে নিশ্চিত!

(৩)
সবটুকু সমুদ্র শুধু তোমার বুকেই,
বলে কেঁদে ছেঁড়ে গেলে কি রঙমহল?
ত্রিপল ছেড়া টর্নেডো সবাইকে ডুবালো,
ব্যর্থ প্রাচুর্য নিয়ে আমি এখনো অতল!

(৪)
শিরোনাম দেখে পাখি কাঁদছে কেন?
সম্ভাব্য আকাশে হবে পারমাণবিক যুদ্ধ!
আসক্তের চোখে অহিংসা ব্যর্থ তরিকা-
বলে স্মিত হেসে চোখ বুজলেন বুদ্ধ!
তবুও নিরঞ্জনায় নিষ্কাম প্রেমে,
আমরা দুজনে হইনি কি পরিশুদ্ধ?

(৫)
দুইটি বিড়াল অন্ধকারে লাফিয়ে উঠলো-
বারান্দায়,
ভাবছো কষ্ট তোমার ঘ্রাণ ছড়াচ্ছে কিনা?
আমার দুঃখ দাঁড়কাকে খায়,
উঠোন ছাড়িয়ে সমস্ত শোক বাঁধিয়েছে যে-
রাস্তায় বন্যা!

2 thoughts on “ঐহিক

  1. অসামান্য একটি কবিতা পড়লাম প্রিয় কবি। প্রাণঢালা শুভেচ্ছা রাখলাম আপনার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. শ্রদ্ধেয় জন, অনেক ধন্যবাদ জানবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।