তোমার সুন্দর মুখখানির দিকে তাকিয়ে বলেছিলাম-
বল প্রিয়ে, কিবা তব প্রয়োজন?
বলেছিলে তুমি: হে আমার রাজন-
দেহ মোরে এক বচন, মম নাহি প্রয়োজন,
তবু তুমি কর রোজগারের আয়োজন।
তোমার দীঘল হরিণ নয়নের দিকে
তাকিয়ে বলেছিলাম-তোমার কি দরকার?
নয়নে নয়ন দিয়ে উত্তরিলে-শুধু তোমার রোজগার!
তোমার রক্তিম দুটি ওষ্ঠের দিকে তাকিয়ে
জিজ্ঞাসিলাম-বল প্রিয়ে,তোমার চাহিদা?
রাঙা দুটি ওষ্ঠের অল্প ফাঁকে দিলে উত্তর-
জগতের আকাঙ্খিত বস্তুটিতে মিটিবে সব আশা,
বুঝলে আমার সোনামনি-
তোমার পকেটে দেখতে চাই মানি, মানি আর মানি।
টাকার কাছে সেইদিন হার মানলো ভালোবাসা,
পেলাম ব্যাথা,বুকে গভীর হতাশা,
মনে মনে করিলাম কঠিন পণ,
আজি হতে টাকাই আমার হোক্ ধ্যান-জ্ঞান।
চাই না আমি নকল ভালোবাসা
প্রেম থাক্ দেবতা হয়ে বাকী সব কুয়াশা।
চাই না আমি নকল ভালোবাসা
প্রেম থাক্ দেবতা হয়ে বাকী সব কুয়াশা।
সুন্দর আবাহন সৌমেন দা। শুভেচ্ছা।
ধন্যবাদ কবিবর।
ভালো থাকবেন।
আজি হতে টাকাই আমার হোক্ ধ্যান-জ্ঞান।
চাই না আমি নকল ভালোবাসা
প্রেম থাক্ দেবতা হয়ে বাকী সব কুয়াশা।
সুন্দর প্রয়াস। বিষয়বস্তু সুন্দর। পাঠ করে মুগ্ধ হলাম।
প্রিয়কবিকে শুভেচ্ছা আর অভিনন্দন জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
মন্তব্যে আপ্লুত।
ভালোবাসা প্রিয়কবি।
সুন্দর কবিতা মি. সৌমেন কুমার চৌধুরী। শুভ সন্ধ্যা।
মন্তব্যে অনুপ্রণিত।
ভালো থাকবেন।
চমৎকার প্রিয় কবি।
ধন্যবাদ কবিবর।
অনেক ভালোবাসা।
শুভেচ্ছা জানবেন কবি।
ধন্যবাদ কবি।
আপনাকেও শুভেচ্ছা।
সুন্দর।
ধন্যবাদ।
ভালোবাসা নিরন্তর।
আমাদের ভালোবাসায় ঘাটতি আছে।
একমত।
ভালোবাসা একরাশ।
চমৎকার লিখেছেন
মন্তব্যে অনুপ্রণিত।
ভালোবাসা কবিবর।