কাঁসাইতলির জল উড়ছে
রোদ উড়ছে, উড়ছে ধুলো নাঙ্গা মাঠে
ধান কাটা শেষ, শীতঘ্রাণ
বিষাদ, বিষাদ আজ জমিন চাদর।
#
গন্ডুষে তিল, কোশায় নদী
কুশের ডগায় জ্বলছে ওহম্
ওপাড় জুড়ে চিতার ধোঁয়া
এপাড় এখন ধাত্রী গ্রাম।
#
অশৌচ পোষাক ঢেউয়ের গায়ে
খোলসে গুটায় জখম শামুক
ছেঁড়া সুরে গায় বিগত জন্ম
কাঁসাইতলির উড়ছে জল।
ভালো লাগা রইলো।
শুভ সকাল
অশেষ ভালোলাগা ও শুভেচ্ছা মোঃ সাহারাজ হোসেন।
অসাধারণ সব লিখায় আপনার জুড়ি আমি খুব কম দেখেছি প্রিয় কবি।
ভালোবাসা অনির্বান প্রিয় মুরুব্বী।
গন্ডুষে তিল, কোশায় নদী
কুশের ডগায় জ্বলছে ওহম্
ওপাড় জুড়ে চিতার ধোঁয়া
এপাড় এখন ধাত্রী গ্রাম।- শুভেচ্ছা এবং ভালোবাসা কবিদা’
অপার ভালোবাসা ও শুভকামনা প্রিয় মামুন।
আমাদের চারপাশে এমনই তো চলছে। শুভকামনা থাকলো।
শুভকামনা সহ ভালোবাসা বাবু নিতাই বাবু।
আপনার লিখা গুলি আনকমন অনবদ্য লিখা

অসাধারণ কবি সৌমিত্র চক্রবর্তী।
ভালোবাসা কবি সুমন আহমেদ ভাই।
সুন্দর কবিতা উপহার দিয়েছেন কবি দা।
ধন্যবাদ কবি বোন সাজিয়া আফরিন।
মুগ্ধ হলাম দাদা।
শুভেচ্ছা কবি বোন শাকিলা তুবা।
* বরাবরের মতই ভালোলাগা রেখে প্রিয় কবি দা….
ভালোবাসা কবি।
সুন্দর উপস্থাপনা। বিষয়বস্তু সুন্দর ও অসাধারণ। কাব্যিকতা ভালো।
শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
জয়গুরু!
শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।

খুবই সুন্দর কবিতা। ভালো লেগেছে ।
ভালোবাসা কবি ইসিয়াক ভাই।